পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া হাড়ের টুকরো ও একগুচ্ছ চুলের ডিএনএ পরীক্ষার রিপোর্ট হাতে এসেছে। সেগুলি সবই শ্রদ্ধা ওয়ালকরের বলেই প্রমাণিত হয়েছে। এবার এইমসের চিকিৎসকেরা হাড়ের টুকরোর অটোপসি করবেন। শ্রদ্ধা-খুনে মূল অভিযুক্ত আফতাব পুনাওয়ালা গ্রেফতারের পর ওই জঙ্গলে নিয়ে গিয়েছিলেন পুলিশকে।
আরও পড়ুন: ব্যবহার তো করেন, কন্ডোমের বাংলা নাম কি জানেন? মনেই করতে পারছেন না অধিকাংশ মানুষ
advertisement
গত ১৮ মে শ্রদ্ধাকে গলা টিপে তাঁর লিভ ইন পার্টনার আফতাব খুন করেছিলেন বলে অভিযোগ। পরের ১৮ দিন ধরে প্রেমিকা শ্রদ্ধার দেহ ৩৫ টুকরো করেছিলেন আফতাব। লুকিয়ে রেখেছিলেন ফ্রিজে। সেই সময় ফ্ল্যাটে অন্য মেয়েদের নিয়ে ফূর্তি, মদ্যপানও চলেছে দিনের পর দিন। এর পর আশপাশের জঙ্গলে ফেলে এসেছিলেন দেহের টুকরো।
আরও পড়ুন: আড়াই লক্ষ টাকা খরচা করে স্ত্রী-র সিলিকনের মূর্তি গড়ালেন ৬৫-র বৃদ্ধ, কারণ শুনলে চমকে যাবেন!
গত অক্টোবরে মহারাষ্ট্র পুলিশের কাছে মেয়ের নিখোঁজ হওয়ার কথা জানান শ্রদ্ধার বাবা বিকাশ ওয়ালকর। বিকাশের অভিযোগের পর নড়েচড়ে বসে পুলিশ। শ্রদ্ধার মোবাইলের কললিস্ট দেখে পুলিশ জানতে পারে, তিনি দিল্লিতে ছিলেন। তদন্তে নামে দিল্লি পুলিশ।