TRENDING:

Delhi Murder: স্ত্রীর কাছে ফিরতে বাধা প্রেমিকার, খুন করে দেহ টুকরো করার ছক প্রেমিকের! সেই দিল্লিতেই

Last Updated:

ঘটনাটি ঘটেছে দিল্লির তিলক নগর এলাকায়৷ অভিযুক্ত ওই ব্যক্তিকে পঞ্জাব থেকে গ্রেফতার করেছে পুলিশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: স্ত্রী, দুই সন্তানকে ছেড়ে প্রেমিকার সঙ্গে থাকতেন৷ কিন্তু সেই সম্পর্ক ছেড়ে ফের স্ত্রীর কাছে ফিরতে চাইলেও বাধা হয়ে দাঁড়িয়েছিলেন প্রেমিকা৷ সেই পথের কাঁটা দূর করতেই নিজের প্রেমিকাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে৷ এবারেও ঘটনাস্থল দিল্লি৷ অভিযোগ, খুনের পর আফতাব পুণাওয়ালার মতো এই অভিযুক্তও প্রেমিকার দেহ খণ্ড খণ্ড করার কথা ভেবেছিল৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

ঘটনাটি ঘটেছে দিল্লির তিলক নগর এলাকায়৷ অভিযুক্ত ওই ব্যক্তিকে পঞ্জাব থেকে গ্রেফতার করেছে পুলিশ৷

আরও পড়ুন: ‘ডিসেম্বরে ছোট্ট করে দরজা খুলব?’ কাঁথিতে হঠাৎ তীব্র জল্পনা উস্কে দিলেন অভিষেক

জানা গিয়েছে, দিল্লির গণেশ নগর এলাকায় একটি ভাড়া বাড়িতে নিজের ১৬ বছর বয়সি মেয়েকে নিয়ে থাকতেন রেখা রানি নামে ৩৫ বছর বয়সি এক মহিলা৷ সেখান থেকেই তাঁর গলা কাটা দেহ উদ্ধার করে পুলিশ৷

advertisement

আরও পড়ুন: 'মহাত্মা গান্ধি আর রাহুল গান্ধি এক হল?' শুভেন্দুকে বিঁধতে কংগ্রেস নেতার তুলনা টানলেন অভিষেক

তদন্তে পুলিশ জানতে পেরেছে, মনপ্রীত নামে এক ব্যক্তির সঙ্গে ২০১৫ সাল থেকে রেখার সম্পর্ক তৈরি হয়৷ মনপ্রীতের দুই মেয়েও ছিল৷ কিন্তু তাঁদের ছেড়ে গণেশ নগরের ওই বাড়িতে রেখার সঙ্গে থাকতে শুরু করে মনপ্রীত৷ কিন্তু কিছু দিনের মধ্যেই মনপ্রীতের মনে হতে থাকে সম্পর্কে জড়িয়ে সে ফাঁদে পড়ে গিয়েছে৷ এর পর থেকেই প্রেমিকাকে খুনের ছক কষতে থাকে সে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

পুলিশ জানিয়েছে, গত ১ এপ্রিল প্রথমে রেখার মেয়ের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মনপ্রীত৷ সে ঘুমিয়ে পড়লে রেখাকে একটি ছুরি দিয়ে খুন করে সে৷ রেখাকে খুন করে দেহ টুকরো টুকরো করার জন্যই ছুরিটি মনপ্রীত কিনেছিল বলে দাবি পুলিশের৷ কিন্তু রেখার মেয়ে তাকে ধরে ফেলবে, এই আশঙ্কায় পরিকল্পনা বাতিল করে সে৷ পুলিশের দাবি, মনপ্রীতের বিরুদ্ধে একাধিক অপহরণ এবং খুনের অভিযোগও রয়েছে৷ মৃতার মেয়ের অভিযোগের ভিত্তিতে খুন সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Delhi Murder: স্ত্রীর কাছে ফিরতে বাধা প্রেমিকার, খুন করে দেহ টুকরো করার ছক প্রেমিকের! সেই দিল্লিতেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল