অস্বাভাবিক যৌনক্রিয়া ও যৌন নিগ্রহ থেকে শিশুরক্ষা আইনে (POSCO) ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা করা হয়েছে ৷
পুলিশ জানিয়েছে, অক্টোবর ২৬ রোহিনীতে ঘটনাটি ঘটেছে ৷ তবে ঘটনাটি প্রকাশ্যে এসেছে শনিবার ৷ সোশ্যাল মিডিয়ায় নাবালকের বিরুদ্ধে হওয়া যৌন নিগ্রহের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা নজরে পরে নাবালকের অভিভাবকদের ৷ এরপর তারা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে ৷
advertisement
১৩ ও ১৫ বছরের দুই কিশোর একে অপরের বন্ধু ৷ পরিবারের সঙ্গে মেট্রো বিহারে থাকে ৷ চুরি করেছে এই সন্দেহে ১৩ বছরের কিশোরকে নিজের বাড়িতে ডেকে পাঠান এলাকারই এক বাসিন্দা কানওয়ার সিং ৷ এরপর বাড়ির ভিতর বন্ধুদের ডেকে ছেলেটির উপর চলে অমানবিক অত্যাচার ৷ কিন্তু চুরির কথা স্বীকার না করায় এরপর ডেকে পাঠানো হয়ে ছেলেটির আরেক বন্ধুকে ৷
এরপর দু’জনের উপর চলে যৌন নিগ্রহ ৷ গোপনাঙ্গে পেট্রোল ও লঙ্কাগুঁড়ো ছড়িয়ে দেওয়া হয় ৷ সিগারেটের ছ্যাঁকাও দেওয়া হয় ৷ আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷