পরিতোষের বাড়ির জানলা দিয়ে তাকাতেই মশারির মধ্যে পাঁচাগলা মৃতদেহ চোখে পড়ে স্থানীয়দের। সাথে সাথে খবর দেওয়া হয় অশোকনগর থানায় ৷ পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বারাসত পাঠিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়,পেশায় দিনমজুর পরিতোষ একাই থাকতেন নিজের বাড়িতে ৷ বাবা মা মারা গিয়েছে অনেক বছর আগেই। একমাত্র দিদি কল্পনা মজুমদারের অভিযোগ, আমার ভাইয়ের কাছে অনেক টাকা ছিল হয়তো টাকার জন্যই আমার ভাইকে কেউ মেরে ফেলেছে। প্রতিবেশীদের দাবি. আমফান ঝড়ের পরে পরে পরিতোষকে শেষ দেখা গিয়েছিল ৷ তারপর আর কারোর চোখে পড়েনি। পাড়ার কারো সাথে মিশতেন না তেমনভাবে ৷ একা একা ওই মাঠের পাশের বাড়িতে থাকতেন পরিতোষ মণ্ডল ৷ হয়তো বিষাক্ত সাপের কামড়েও মারা যেতে পারেন তিনি।এই ঘটনায় অশোকনগর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।পরিতোষের মৃত্যুতে শোকের ছায়া এলাকা জুড়ে।
advertisement
তথ্য- জিয়াউল