TRENDING:

মন্দির থেকে বেরোনোর সময় তিনিই চিনেছিলেন বিকাশকে, শুক্রবারই সেই রুবি যাদবকে পদ থেকে সরিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ

Last Updated:

বিকাশ দুবেকে চিনে তিনিই ধরিয়ে দিয়েছিলেন, আর আজই সেই রুবিকে সরিয়ে দেওয়া হল !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উজ্জয়িনী:  উজ্জয়িনীর মহাকাল মন্দিরে সিকিউরিটি অফিসার রুবি যাদব তিনজন সুরক্ষাকর্মীকে পাঠিয়েছিলেন দুর্দমনীয় গ্যাংস্টার বিকাশ যাদবকে ধরতে , আর তাঁকেই মন্দির অ্যাডমিনিসট্রেশন সরিয়ে দিল তাঁর পদ থেকে ৷ দুবের গ্রেফতারি নিয়ে নানারকম প্রশ্ন তুলে তাঁকে তাঁর পদ থেকে সরানো হল ।
advertisement

বিকাশ দুবে শুক্রবার এনকাউন্টারে মারা যায় ঠিক কানপুরের বাইরে ৷ স্পেশাল টাস্ক ফোর্স যখন উজ্জয়িনী থেকে কানপুরে বিকাশ যাদবকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল তখনই এসটিএফ গাড়ি উল্টে যায় ৷ সে সময় এক পুলিশের থেকে বন্দুক ছিনতাই করে পালাতে শুরু করে বিকাশ, পুলিশ তাঁকে আত্মসমর্পণ করতে বললে সে গুলি ছুঁড়তে শুরু করে ৷ গুলির লড়াইতে মারা যায় বিকাশ ৷ বৃহস্পতিবার সকালে উজ্জিয়িনীতে, পুলিশ বিকাশ যাদবকে মহাকাল মন্দিরে দেখে চিনতে পারে ৷ তারপরেই তাকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷

advertisement

দুবের এনকাউন্টার নিয়ে নানারকম প্রশ্ন রয়েছে ৷ এদিকে মহাকাল মন্দিরের সুরক্ষা ইনচার্জ রুবি যাদব দুবে, যখন মন্দিরে এসেছিল তাকে চিনতে পারে ৷ তারপরেই সে নিজের টিমকে নির্দেশ দেয় ঠিক কীভাবে ধরতে হবে দুঁদে অপরাধীকে ৷

Photo- Collected

advertisement

যাদব জানিয়েছিলেন তিনি একটি অজানা জায়গা থেকে তথ্য পেয়েছিলেন যে মন্দিরে একজন সন্দেহভাজন প্রবেশ করেছে ৷ তিনি দীর্ঘক্ষণ লক্ষ্য করার পরেই বিকাশ দুবেকে ধরে ফেলেন ৷

উজ্জিয়িনী পুলিশ অবশ্য দুবের সম্পর্কে সঠিকভাবে কোনও বিস্তারিত বিবরণ দেননি ৷ কী করে একজন মোস্ট ওয়ান্টেড আসামী উত্তরপ্রদেশ থেকে বেরিয়ে একের পর এক রাজ্যে ঘুরে বেড়াল তার কোনও উত্তর নেই ৷ এদিকে উজ্জিয়িনী পুলিশ যখন হ্যান্ডওভার করা হয়েছিল তখন তার বিরুদ্ধে কোনও কেস দেওয়া হয়নি ৷

advertisement

মহাকাল মন্দিরের সুরক্ষা বিধি নষ্ট করা , তার ব্যাগে ছিল ছুরি তারপরেও তার বিরুদ্ধে কোনও কেস দায়ের করা হয়নি ৷ মন্দিরের ক্লোক রুম থেকে উদ্ধার হওয়া ব্যাগেই ছিল ছুরি ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
মন্দির থেকে বেরোনোর সময় তিনিই চিনেছিলেন বিকাশকে, শুক্রবারই সেই রুবি যাদবকে পদ থেকে সরিয়ে দিল মন্দির কর্তৃপক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল