TRENDING:

ঘোড়া চড়ায় দলিত যুবক খুন গুজরাতে!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গান্ধিনগর: ঘোড়ায় চড়ে বাড়ি ফিরছিলেন ২১ বছরের যুবক ৷ তাঁর আর বাড়ি ফেরা হল না ৷ পথের মাঝেই খুন হন তিনি ৷ অভিযোগ, উচুঁ জাতের কিছু মানুষ মিলে তাঁকে খুন করেছেন ৷ গুজরাতের ভাবনগর জেলার টিম্বি গ্রামের ঘটনা ৷
advertisement

কিন্তু এই খুনের পিছনে উদ্দেশ্যই বা কী আর তাঁকে খুনই বা করা হল কেন? অভিযোগ, বছর একুশের প্রদীপ রাঠৌড় ৷ তাঁরা জাতিতে দলিত ৷ আর এটাই যথেষ্ট ছিল ওই গ্রামের উচ্চ জাতির মানুষগুলোর চক্ষুশূল হওয়ার জন্য ৷ তার উপর মাস পাঁচেক আগে একটি ঘোড়া কেনেন তাঁর বাবা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘোড়াটি কেনার পর তাতে সওয়ার হয়েছিলেন প্রদীপ ৷ এর পরই নানা রকম হুমকি আসতে শুরু করে ৷ দলিত হয়ে ঘোড়ায় চড়লে প্রাণে মেরে ফেলা হবে বলে ভয় দেখানো বলেও জানিয়েছেন মৃতের বাড়ির লোকজন ৷ উচ্চ জাতির লোকজন ঘোড়াটি বিক্রি করে দেওয়ার জন্য জোর দিতে থাকেন ৷ আর তাঁরাই প্রদীপকে খুন করেছেন ঘোড়ায় চড়ার জন্য ৷ এমনটাই অভিযোগ ৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
ঘোড়া চড়ায় দলিত যুবক খুন গুজরাতে!