রাজ্য সড়ক লাগোয়া ওই মুড়ির দোকান তল্লাশি করে উদ্ধার হয় মূল্যবান চন্দন কাঠ। উদ্ধার হয় ছোট-বড় বিভিন্ন সাইজের চন্দন কাঠের টুকরো। ঘটনাস্থলে পৌঁছয় পাঁচলা থানার পুলিশ। মুড়ির দোকানের মালিক নিতু আদক এবং তাঁর আত্মীয় সম্পর্কে শ্যালককে আটক করে পুলিশ। কোথা থেকে কী ভাবে এই চন্দন কাঠ এল? সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ কালবৈশাখীর তাণ্ডবে তছনছ হতে পারে, সপ্তাহান্তে কাঁপিয়ে বৃষ্টি, রইল পূর্বাভাস
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকাল ৪'টে নাগাদ এলাকায় দুটি গাড়ি আসে। গাড়ি করে বেশ কয়েকজন আসেন। কী ঘটতে চলেছে? স্থানীয়রা বিন্দুমাত্র আন্দাজ করতে পারেনি। কিছুক্ষন পর দোকানের শাটার তুলে দোকানের ভিতর থেকে চন্দন কাঠ বাইরে বের করে। মুড়ির দোকান থেকে চন্দন কাঠ বের হওয়ার ঘটনা মানুষ অবাক।
তবে সেই খবর জানাজানি হতে মুহূর্তে কয়কশ মানুষ ওই দোকানের সামনে এসে ভিড় জমায়। এ ঘটনা কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় এক ব্যক্তি জানান, এই মুড়ির দোকানে চোরা চন্দন কাঠের ব্যবসা চলছে আমরা এলাকার মানুষে হয়েও বিন্দুমাত্র টের পায়নি।
রাকেশ মাইতি