TRENDING:

Crime News: ডেটিং অ্যাপে আলাপ! রাতে যুবতীকে বাড়ি আনেন যুবক, ২ দিন পর ঘুম ভাঙতে যা দেখলেন...

Last Updated:

Crime News: সুন্দর মুহূর্ত ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হতে খুব বেশি সময় লাগেনি। দিল্লির গুরুগ্রামের ঘটনা। ডেটের নাম করে যুবকের যাবতীয় টাকাপয়সা নিয়ে চম্পট দিলেন যুবতী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: অনলাইন ডেটিং অ্যাপে আলাপ যুবক-যুবতীর। তার পর আচমকাই ডেটের পরিকল্পনা। কিন্তু সুন্দর মুহূর্ত ভয়ঙ্কর অভিজ্ঞতায় পরিণত হতে খুব বেশি সময় লাগেনি। দিল্লির গুরুগ্রামের ঘটনা। ডেটের নাম করে যুবকের যাবতীয় টাকাপয়সা নিয়ে চম্পট দিলেন যুবতী।
advertisement

রোহিত গুপ্ত নামের এক যুবকের সঙ্গে জনপ্রিয় এক ডেটিং অ্যাপে আলাপ হয় সাক্ষী নামেক এক যুবতী। তিনি নাকি পায়েল নামেও পরিচিত। অনলাইনে কিছু দিন কথাবার্তা চলার পর ১ অক্টোবর যুবতী তাঁকে দেখা করতে বলেন। সেই যুবতী জানিয়েছিলেন তিনি গুরুগ্রামে থাকেন। সেই রাতে অভিযুক্ত যুবতীর কথা মতো তাঁকে এক পানশালার সঙ্গে দেখা করেন রোহিত। তার পর সেখান থেকে মদ কিনে তাঁরা যুবকের বাড়িতে আসেন।

advertisement

অভিযোগ পত্রে রোহিত জানান, বাড়িতে পৌঁছনোর পরেই সাক্ষী ওরফে পায়েল নামে সেই যুবতী তাঁকে রান্নাঘর থেকে বরফ আনতে যেতে বলেন। যুবকের আশঙ্কা, তাঁর অনুপস্থিতিতেই পানীয়তে মাদক মিশিয়ে দিয়েছেন অভিযুক্ত। এর ফলে তিনি জ্ঞান হারান। রোহিতের দাবি, সেই মাদক এতটাই কড়া ছিল যে, দু’দিন পর ৩ অক্টোবর তাঁর ঘুম ভাঙে। তিনি দেখেন, তাঁর সোনার চেন, আইফোন ১৪ ম্যাক্স, দশ হাজার টাকা, ডেবিট এবং ক্রেডিট কার্ড নিয়ে চম্পট দিয়েছেন সেই যুবতী।

advertisement

আরও পড়ুন: লজ্জায় কোথায় মুখ ঢাকবেন! বৃদ্ধা শাশুড়িকে সোফা থেকে হিড়হিড় করে টেনে নামলেন ছেলের বউ, তারপর যা যা হল…

আরও পড়ুন: আঙুলের ছাপ ব্যবহার করে প্রতারণার আঁতুড় ঘর ইসলামপুর-চোপড়ার ‘অঞ্চল’ এলাকা, মানছে কলকাতা পুলিশ

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

রোহিতের আরও দাবি, তাঁর ডেবিট এবং ক্রেডিট কার্ড থেকে নাকি প্রায় ১.৭৮ টাকা তুলে নেওয়া হয়েছে। সেক্টর ২৯-এর থানায় সেই যুবতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এখনও যদিও তাঁকে ধরা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: ডেটিং অ্যাপে আলাপ! রাতে যুবতীকে বাড়ি আনেন যুবক, ২ দিন পর ঘুম ভাঙতে যা দেখলেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল