উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের সাহেবঘাটায় এক নাবালিকার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক উত্তেজনা দেখা দেয় শুক্রবার। দোষীদের শাস্তির দাবিতে বর্তমানে মালগাঁও-এর সাহেবঘাটায় এলাকার রাজবংশী সমাজের গাবুর সংঘের সমর্থকেরা বিক্ষোভ দেখাতে থাকেন। সাধারণ মানুষের অভিযোগ, আগের রাতে এই এলাকার রাজবংশী সমাজের এক নাবালিকা মেয়ে নিখোঁজ হয়ে যায়। পরেরদিন সকালে এলাকার একটি পুকুরপাড় থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
advertisement
আরও পড়ুন: ট্যুইটারে ব্লু টিক রইল না মমতা-অভিষেক-শুভেন্দু-রাহুলের! কেন জানেন?
সাধারণ মানুষদের অভিযোগ, এই নাবালিকাটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এদিকে এই ঘটনায় পুলিশ জাবির আক্তার নামে একজনকে গ্রেফতার করে। বাকি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে এলাকার স্থানীয় মানুষরা সাহেবঘাটার ইটাহার কালিয়াগঞ্জ রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।
আরও পড়ুন: ইডি-CBI-এর অফিস, সেই সিজিও কমপ্লেক্সেই এক মহিলার সঙ্গে যা ঘটল, হাড়হিম কাণ্ড!
কালিয়াগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে আই সি দীপাঞ্জন দাসের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সাহেবঘাটায় এসে অশান্ত জনতাকে বোঝান। কিন্তু কোনও ভাবেই তাঁরা শান্ত হননি বলে দাবি পুলিশের। প্রথমে উত্তেজিত জনতাকে লাঠ চার্জ পরে কাঁদনে গ্যাসের শেল ফাটানো হয় বলে জানা যায়। এই ঘটনায় বেশ কয়েকজন সাধারণ মানুষকে গ্রেফতার করা হয়েছে।
পিয়া গুপ্তা