২২৩/১/১০ মানিকতলা মেইন রোডের বাড়িতে জন্মের পর থেকে পরিবারের সঙ্গে থাকেন দুই বোন। বাবা মারা যাওয়া পর থেকে মাকে নিয়েই থাকেন তারা। তাদের অভিযোগ ওই বাড়িতেই একটি ঘরে থাকা এক যুবক এলাকার আরও দুই যুবককে সঙ্গে নিয়ে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছেন ওই দুই যুবতীকে। এমনকী, রাস্তাতে আগেও পথ আটকে শাসানো অশালীন আচরণ করেছেন ওই তিন যুবক অভিযোগ এমন। মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ এলাকার এক মোবাইল দোকান থেকে ফেরার পথে জয়দেব মান্না, রবি মান্না ও সমীর দোলুই ওই দুই যুবতীর পথ আটকায় বলে অভিযোগ। এরপর ফের বাড়ি খালি করে দেওয়ার হুমকি দিয়ে দুই যুবতীর জামা ছিঁড়ে দেয়। মারধর করে বলে অভিযোগ। এরপর দুই যুবতী এনআরএস হাসপাতালে মেডিক্যাল করে নারকেল ডাঙা থানাতে অভিযোগ করতে যান।
advertisement
আরও পড়ুন- আকাশপথে ভ্রমণকালে বিমান বজ্রপাতের মুখে পড়লে কী কী হতে পারে? জেনে রাখুন আগেভাগেই
যুবতীর অভিযোগ, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে, থানায় গিয়েছিলেন, কিন্তু সেখানে অভিযোগ নেওয়া হয়নি। বরং নিজেদের মধ্যে মিটিয়ে নিতে বলা হয়েছিল নারকেলডাঙা থানার পক্ষ থেকে। মঙ্গলবার রাতেও তারা লিখিত অভিযোগ জমা দিয়েছেন। তবে তাদের বক্তব্য রাতে অভিযোগ গ্রহণ করে কোনও রিসিভ করে দেয়নি থানা। বুধবার সকালে ফের থানায় আসতে বলা হয়। বুধবার সকালে থানায় গেলে তাদের জানানো হয় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। কিন্তু কেন তাদের ঘর ছেড়ে উঠে যেতে বলা হচ্ছে তা এখনও তাদের কাছে স্পষ্ট নয় বলে দাবি দুই নির্যাতিতার।