জানা গিয়েছে, ওই মহিলার মৃত্যুর ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে কাঁকসা থানার পুলিশ। এদিন রবিবার সকালে কাঁকসার মুচিপাড়া এলাকা থেকে সূর্য শঙ্কর মুখার্জি নামের এক যুবককে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, ধৃত যুবকের বাড়ি কাঁকসার বামুনারা এলাকায়। ধৃত যুবককে রবিবার দুপুরে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। বিচারক ওই যুবককে পুলিশ হেফাজতে পাঠিয়েছেন।
advertisement
কাঁকসা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার কাঁকসায় ঘরের ভিতর থেকে এক গৃহবধূকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। কাঁকসা থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে, শনিবার বিকালে মৃতার পরিবারের সদস্যরা কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানান। অভিযোগে জানানো হয়েছে, মৃতার সঙ্গে ওই যুবকের প্রণয়ের সম্পর্ক ছিল। সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের কথা জানিয়ে ছবি পোস্ট করার ভয় দেখাতেন ধৃত যুবক। যার জেরেই ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে এদিন সকালে কাঁকসা থানার পুলিশ মুচিপাড়া থেকে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।
পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে স্নেহা মুখার্জি নামে এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁকে দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়। পরে তাঁকেও দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। তাঁকেও মহকুমা আদালত ৬ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে বলে খবর।
Nayan Ghosh