ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের নাম বিবেক দাস, খোকন কোনাই, সঞ্জীব মাল, শেখ আফসার ও শম্ভু ঘোষ। বর্ধমান থানার বাজেপ্রতাপপুর ডাঙাপাড়া, খালাসিপাড়া, লোকো ও মিঠাপুকুর এলাকায় ধৃতদের বাড়ি।পুলিশ জানিয়েছে, সোমবার রাতে উল্লাস এলাকায় জাতীয় সড়কের পাশে দুর্গাপুরের দিকে ১২-১৩ জন রাস্তা দিয়ে যাতায়াত করা গাড়িতে ডাকাতি ও লুটপাটের পরিকল্পনায় জড়ো হয়েছিল। খবর পেয়ে সেখানে হানা দিয়ে ওই পাঁচজনকে ধরা হয়। দলের বাকিরা পালিয়ে যায়। ধৃতদের মঙ্গলবার বর্ধমান আদালতে পেশ করা হয়।
advertisement
আরও পড়ুন: না কেচে দিনের পর দিন এক পায়জামা পরেন, সোশ্যাল মিডিয়ায় এ কথা বলতেই মহাবিতর্ক!
অন্যদিকে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে যুবককে হুমকি দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতের নাম শেখ সামিম ওরফে বাদশা। বর্ধমান থানার খাগড়াগড় মসজিদতলায় তার বাড়ি। মঙ্গলবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে তোলা হলে ১০ দিন নিজেদের হেফাজতে চায় পুলিশ। ধৃতকে পাঁচদিন পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
আরও পড়ুন: সকালে ডিম সেদ্ধ করে খাচ্ছেন বিকেলে? ডিম সেদ্ধ করার কতক্ষণ পর আর খাওয়া উচিত না জানুন
পুলিস জানিয়েছে, গত ২৯ জানুয়ারি রাতে সামিম খাগড়াগড়েরই বাসিন্দা আহম্মেদ মণ্ডলকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আগ্নেয়াস্ত্র বের করে তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। পরের দিন ঘটনার কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন আহমেদ। সেই অভিযোগের ভিত্তিতেই শেখ শামিমকে গ্রেফতার করা হয়েছে। সে আগ্নেয়াস্ত্র কোথা থেকে পেল, আগ্নেয়াস্ত্র রাখার বৈধ কাগজপত্র রয়েছে কিনা সেসব খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী উদ্দেশ্যে সে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।