মহিলারা জানান, বিগত ২০১৮ সাল থেকে কিছু অধিকারের জন্য তাঁরা লড়াই করছেন। সরকারের কাছে ওই সকল মহিলারা অনুরোধ জানান তাঁদের দাবি মেনে নেওয়ার জন্য। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে রাজ্য থেকে বহু মহিলাদের পাচার করে দেওয়া হয় ভিন রাজ্যে। এমনকী বিদেশেও। পাচার রুখতে ইতিমধ্যেই সারা রাজ্যের নানা প্রান্তে প্রচার চালানো হয়েছে জোরকদমে। আগের থেকে অনেকটাই মিলেছে সাফল্য। তবে পাচার হয়ে যাওয়া মহিলারা উদ্ধারের পর সমাজের মূল স্রোতে ফিরতে চাইলেও সেভাবে স্থান পান না।
advertisement
আরও পড়ুন: জাগ্রত কালী মন্দিরে এ কী দৃশ্য, সিসিটিভিতে ধরা পড়ল মারাত্মক কাণ্ড!
তাই নিজেদের দাবি নিয়ে এদিন সুর চড়াতে দেখা গেল সেই মহিলাদের। তাঁদের দাবি, একজন পাচার হয়ে যাওয়া মেয়ে ফিরে আসার পর তাঁর বিনামূল্যে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। বিভিন্ন পর্যায়ে কাজের ব্যবস্থা করে দেওয়া-সহ এ ধরনের বেশ কয়েকটি দাবি জানিয়ে সরকারের কাছে তাঁরা অনুরোধ জানান। উদ্ধার হওয়া মহিলারা জানান, এখন পাচারকারীরা নতুন কিছু পদ্ধতি ব্যবহার করছে। যেমন ফোন হ্যাকিং-এর ভয় দেখানো।
আরও পড়ুন: ভাইয়ের গাড়িতে নিকির মৃতদেহ পাশে বসিয়ে ৪০ কিমি চালায় সাহিল, জেরায় চাঞ্চল্যকর তথ্য
তাঁরা আরও জানান, 'সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে বন্ধুত্ব করে ফেলি এবং ধীরে ধীরে তাঁরা কাছে আসতে থাকে। তারপরেই কিছু ব্যক্তিগত ছবি আদান-প্রদান করে ফেলি আমরা এবং সেখান থেকেই শুরু হয় ব্ল্যাকমেলিং। যদি এরকম ব্ল্যাকমেলিংয়ের শিকার কেউ হয়ে থাকেন তাহলে, অবশ্যই তারা নিকটবর্তী থানায় যোগাযোগ করুন ভয় না পেয়ে। বাড়ির লোকেদের সে কথা জানান এবং প্রয়োজনে নারী সুরক্ষার সঙ্গে জড়িত এনজিও-দেরও সাহায্য নিতে পারেন।'
রুদ্র নারায়ণ রায়