স্থানীয় বাসিন্দারা জখম অবস্থায় উদ্ধার করেন ওই মহিলাকে। তাঁকে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চক আলমে। সূত্রের খবর, এদিকে উত্তেজিত জনতাও অভিযুক্ত সেনাকর্মী সোম মুর্মুকে মারধর করে৷
আরও পড়ুন: ‘চাপে আছি বাবা এসো, মা এসো’! শেষ ফোনে বলেছিল যাদবপুরের স্বপ্নদীপ
advertisement
আরও পড়ুন: ‘আর কোনও মায়ের কোল যেন খালি না হয়’, স্বপ্নদীপের মৃত্যুর কারণ খুঁজতে যাদবপুরে তদন্ত কমিটি
ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা-সহ বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি, পুলিশ সোম মুর্মুকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যেই এই ঘটনায় ওই সেনাকর্মীর বাবা, দুই দিদি ওজামাইবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে নির্যাতিতার মা লিখিত অভিযোগ দায়ের করেছে বালুরঘাট থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী