পুলিশ সূত্রে খবর, ওই মহিলার নাম বিনিতা দেবী, বয়স ২৩, ধিগরিয়া কাপুরের বাসিন্দা তিনি। বর্তমানে কোনও মামলা নথিভুক্ত না হলেও পুলিশ বিনীতার স্বামীকে খুঁজছে। পুলিশের দাবি, বিনীতা দেবীর স্বামী তাঁকে বাইকে বসিয়ে শ্বশুরবাড়ি নিয়ে যাচ্ছিলেন। কিন্তু মাঝপথে কোথিন গ্রামের কাছে ছুরি দিয়ে বিনীতাকে আক্রমণ করে তাঁর স্বামী। অভিযুক্ত বিনীতার শরীরে ছুরি দিয়ে প্রায় ১৫ বার ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ। বর্তমানে জয়পুর এসএমএসে জীবনমৃত্যুর সঙ্গে লড়াই করছেন মহিলা।
advertisement
আরও পড়ুন: ঘরে মৃতদেহের সারি, পড়ে ৪ লাশ! দুর্গাপুরে হাড়হিম কাণ্ড, আসল ঘটনা জানলে ভয়ে কাঁপবেন
পুলিশ জানিয়েছে যে অচেতন অবস্থায় পাওয়া বিবাহিতা মহিলাকে গ্রামীণ বৈজুপাড়ার একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে খবর পেয়ে বৈজুপাড়া থানার পুলিশ এসে খোঁজ খবর নেয়। এ ঘটনায় বিনীতার স্বামীর খোঁজে সব জায়গায় অভিযান চালাচ্ছে।
আরও পড়ুন: স্ত্রী-ছেলেকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে খুন, পরে আত্মঘাতী বাঙালি ইঞ্জিনিয়র!
জানা গিয়েছে, বৈজুপাড়া থানার কোথিন গ্রামের কাছে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন বিনীতা। এ সময় গ্রামের পাশের মাঠে কর্মরত লোকজন তাঁকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে চিকিৎসার জন্য একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। বিনীতার গুরুতর অবস্থা দেখে তাঁকে জয়পুরে রেফার করা হয়। বৈজুপাড়া পুলিশ জানিয়েছে, বিবাহিত মহিলা জয়পুর এসএমএস ট্রমা সেন্টারে চিকিৎসাধীন।