পুলিশ ঘটনাস্থলে এসেছে। তদন্তের স্বার্থে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পরিবারের অভিযোগ, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই খুন করা হয়েছে। মৃত্যুর আগে পরিবারের কয়েকজনের কাছে মোবাইল ফোনের হোয়াটসঅ্যাপের মাধ্যমে একটি বার্তা আসে। আর তাতেই পরিবারের লোকের সন্দেহ আরও দানা বাঁধে। ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: স্ত্রী-ছেলেকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে খুন, পরে আত্মঘাতী বাঙালি ইঞ্জিনিয়র!
আরও পড়ুন: চা বাগানের পথে ভয়ঙ্কর নির্যাতন, ৮ মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির ছাত্রী!
মৃতদেহ বের করার সময় পুলিশকে বাধার মুখে পড়তে হয়। তারপর পুলিশি আশ্বাসে ঝামেলা মেটে। পুলিশ এসে মৃতদেহ বের করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। একই পরিবারের চারজনের এমন মৃত্যু ও লাশ দেখে শিউরে উঠেছেন এলাকাবাসী। এলাকায় শোকের ছায়া নেমেছে। কী কারণে এই খুন, কারা রয়েছে এর পিছনে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
অর্পণ চক্রবর্তী