এদিন ওই এলাকায় মাঠে শিশুদের দল খেলতে এসেছিল সকালে, তারাই প্রথম বাচ্চাটিকে দেখতে পায় পড়ে রয়েছে। শিশুর দেহ পড়ে থাকার খবর জানাজানি হতেই ভিড় জমে ওই এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার থানার পুলিশ। এরপরই মৃত শিশুটিকে উদ্ধার করে মাল বাজার সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: আর কয়েক ঘণ্টার অপেক্ষা, উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে
advertisement
আরও পড়ুন: আজ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ, রেজাল্ট জানুন News18 Bangla.com-এ
দিনের আলোয় এভাবে মৃত শিশুর দেহ ফেলে রাখার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মালবাজার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকাবাসী রাজেশ মোহন্ত বলেন, ‘আমাদের বাচ্চারা সকালবেলা খেলতে গিয়েছিল মাঠের পাশের জঙ্গলে। সেখানে গিয়ে দেখতে পায় নবজাতক শিশুর দেহ। আমরা তৎক্ষণাৎ ছুটে আসি, এসে মালবাজার থানাকে ফোন করি। ঘটনাস্থলে মালবাজার থানার পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে।’
সুরজিৎ দে






