TRENDING:

বড়দিনের শহরে মাঝরাতে বাইপাসে তুলকালাম! 'বড়' অভিযোগ বিদেশি তরুণীর 'বয়ফ্রেন্ড' ও সঙ্গীদের বিরুদ্ধে 

Last Updated:

Christmas Incident: সল্টলেক এলাকায় একটি নামি বার থেকে পার্টি করে ফিরছিলেন বিদেশিনী তরুণী ও তাঁর ঘনিষ্ঠ বন্ধু। তারপর কি ঘটল?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ক্রিসমাস ইভে মধ্যরাতে ক্যাবচালককে হেনস্থা
ক্রিসমাস ইভে মধ্যরাতে ক্যাবচালককে হেনস্থা
advertisement

আরও পড়ুন: বিয়ে নাকি? আজ থেকেই এইভাবে নিন চুলের যত্ন! বিশেষ দিনে আপনার থেকে চোখ ফেরায় কার সাধ্যি?

তরুণীকে নিতে অ্যাপ ক্যাব চলে আসে। এরপর তরুণী নিজেই উঠে ক্যাব চালককে বলেন 'গো ফাস্ট'। তরুণীর বন্ধু বলেন যেও না আর। অ্যাপ ক্যাব চালক কিছু দূর যেতেই তরুণীর বন্ধু  তার কর্মস্থলে কিছু বন্ধুকে ডাকেন। তাঁরা কালো গাড়ি করে আসে। এরপর অ্যাপ ক্যাবকে তাঁরা আটকায়।  ক্যাব চালকের অভিযোগ, তরুণীর বন্ধু ও তার সাগরেদরা ক্যাব চালককে মারধর করে।

advertisement

অ্যাপ ক্যাব চালকের আরও অভিযোগ, ভাড়া না মিটিয়ে ওই তরুণী চলে যান বন্ধুদের কালো গাড়িতে। এরপর রাস্তা থেকে কেউ ১০০ ডায়ালে জানান পুলিশকে ঝামেলার কথা। থানায় খবর আসে। বড়দিন উপলক্ষে নাকা চেকিং চলছিল। ঘটনাস্থলে তিলজলা থানার ট্রাফিক ও থানার পুলিশ কর্মীরা যায়। অ্যাপ ক্যাব চালক রাতে থানায় আসেন। বিষয়টি পুলিশকে জানান।

advertisement

আরও পড়ুন: ফুলশয্যার রাতে ১০ প্রশ্ন নতুন বউয়ের ঘুম কাড়বে! ৮ নম্বরটি ভুলেও 'মিস' নয়! অবশ্যই জানুন উত্তর

পুলিশ সূত্রে খবর, তরুণী ও তার বয়ফ্রেন্ড ২০১৮ সাল থেকে সম্পর্কে আছেন। চৌবাগা এলাকায় তরুণী থাকেন। তরুণী, তার  ঘনিষ্ঠ বন্ধু ও বন্ধুর সাগরেদদের  তিলজলা থানায় জিজ্ঞাসাবাদ করে তিলজলা থানার আধিকারিকরা। জানা যায়, তরুণীর বন্ধু গাড়ির সার্ভিসিংয়ের কাজ করেন।  যে কালো গাড়িতে তরুণী ও তাঁর বন্ধু ও সাগরেদরা ফেরেন সেই গাড়িটি তরুণীর বন্ধু যেখানে কাজ করেন সেখানকার এক বন্ধুর গাড়ি ছিল। তাকেও থানায় ডাকা হয়েছে। পুলিশের দাবি, ক্যাব চালককে মারধর ও ভাড়া না মেটানোর জন্য ক্যাব চালক পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছে। লিখিত অভিযোগ করলে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অর্পিতা হাজরা

বাংলা খবর/ খবর/ক্রাইম/
বড়দিনের শহরে মাঝরাতে বাইপাসে তুলকালাম! 'বড়' অভিযোগ বিদেশি তরুণীর 'বয়ফ্রেন্ড' ও সঙ্গীদের বিরুদ্ধে 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল