TRENDING:

এবার জেলেই অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় CBI, সোমবার পৌঁছনোর সম্ভাবনা

Last Updated:

অনুব্রত ঘনিষ্ঠ আত্মীয় ও পরিচিত বন্ধু ব্যবসায়ী কর্মীদের বিপুল সম্পত্তি নথি এবং সায়গলের বয়ানকেই হাতিয়ার করে সিবিআই জেরা করবে অনুব্রতকে, দাবি সিবিআইয়ের 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এবার সিবিআই টিম আসানসোল বিশেষ সংশোধনাগারে গিয়ে জেরা করতে চায় গরু পাচার কাণ্ডে ধৃত বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। আসানসোল বিশেষ সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জেরা করার জন্য সোমবার সিবিআই টিম যাওয়ার সম্ভবনা রয়েছে বলেই সিবিআই সূত্রে খবর। সিবিআই সূত্রে খবর, অনুব্রতকে জেরার জন্য সায়গলের বয়ানকে ও অনুব্রত ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তির নথিকে হাতিয়ার করছে সিবিআই। অনুব্রত ঘনিষ্ঠদের বিপুল সম্পত্তি উৎস কী? সায়গলের বিপুল সম্পত্তি কীভাবে? এনামুল হক থেকে সায়গল যে টাকা নিত সেই টাকা কোথায় গেল? গরু পাচারের কোটি কোটি টাকা কোথায়? জানতে চায় সিবিআই।
advertisement

আগামী ৭সেপ্টেম্বর চোদ্দ দিনের জেল হেফাজত শেষ হবে অনুব্রত মণ্ডলের। তাঁর আগে তাঁকে জেরা করার জন্য সিবিআই টিম প্রস্তুত।অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে থাকা কালীন অসহযোগিতা করেছেন বলে দাবি সিবিআইয়ের। সে কারণে এবার জেল হেফাজতে অনুব্রতকে জেরার জন্য তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তির নথি, দলিল এভিডেন্স নিয়ে সিবিআই জেরা করবে অনুব্রত মণ্ডলকে।

আরও পড়ুন বন্ধ রাইস মিলের আড়ালে কর্মকাণ্ড, অনুব্রতকে ফাঁদে ফেলতে সিবিআই-এর নতুন চাল

advertisement

এছাড়া অনুব্রতর দেহরক্ষী সায়গল হুসেনর বয়ান গুরুত্বপূর্ণ। এনামুলের থেকে টাকা নিয়ে সায়গল কীভাবে কোথায় রেখেছিল? গরু পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল? অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ আত্মীয় ও পরিচিতদের বিপুল সম্পত্তির হদিস পেয়েছে সিবিআই।  সিবিআইয়ের অভিযোগ, এই আত্মীয় ও পরিচিতরা বিপুল টাকা বিনিয়োগ করেছে বিভিন্ন ব্যবসা ও কোম্পানিতে। অনুব্রতর এই পরিচিত ও ঘনিষ্ঠদের আয়ের সঙ্গে ব্যবসার বিনিয়োগে বিস্তর ফারাক। ফলে বিনিয়োগ কীভাবে হল? কোথা থেকে টাকা এল? সেই বিষয়ে অনুব্রতকে জেরা করা হবে।

advertisement

p style="text-align: justify;">আরও পড়ুন: দলের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলে বহিষ্কৃত তৃণমূল নেতা, তোলপাড় শাসক শিবির!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা যাচাই করে তবেই জেরা করতে পারবে সিবিআই। কারণ অনুব্রত মণ্ডল শারীরিক ভাবে অসুস্থ। ফলে তাঁকে জেরা করতে হলে তাঁর শারীরিক অবস্থা যাচাই করে তবেই সংগশোধনাগারে গিয়ে সিবিআই জেরা করতে পারবে। কিন্তু প্রশ্ন একটাই যে অনুব্রত সিবিআই হেফাজতে অসহযোগিতা করেছেন, তিনি কি জেল হেফাজতে আদৌ সহযোগিতা করবেন সিবিআইয়ের সঙ্গে?

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
এবার জেলেই অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় CBI, সোমবার পৌঁছনোর সম্ভাবনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল