আগামী ৭সেপ্টেম্বর চোদ্দ দিনের জেল হেফাজত শেষ হবে অনুব্রত মণ্ডলের। তাঁর আগে তাঁকে জেরা করার জন্য সিবিআই টিম প্রস্তুত।অনুব্রত মণ্ডল সিবিআই হেফাজতে থাকা কালীন অসহযোগিতা করেছেন বলে দাবি সিবিআইয়ের। সে কারণে এবার জেল হেফাজতে অনুব্রতকে জেরার জন্য তাঁর ঘনিষ্ঠদের সম্পত্তির নথি, দলিল এভিডেন্স নিয়ে সিবিআই জেরা করবে অনুব্রত মণ্ডলকে।
আরও পড়ুন বন্ধ রাইস মিলের আড়ালে কর্মকাণ্ড, অনুব্রতকে ফাঁদে ফেলতে সিবিআই-এর নতুন চাল
advertisement
এছাড়া অনুব্রতর দেহরক্ষী সায়গল হুসেনর বয়ান গুরুত্বপূর্ণ। এনামুলের থেকে টাকা নিয়ে সায়গল কীভাবে কোথায় রেখেছিল? গরু পাচারের কোটি কোটি টাকা কোথায় গেল? অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ আত্মীয় ও পরিচিতদের বিপুল সম্পত্তির হদিস পেয়েছে সিবিআই। সিবিআইয়ের অভিযোগ, এই আত্মীয় ও পরিচিতরা বিপুল টাকা বিনিয়োগ করেছে বিভিন্ন ব্যবসা ও কোম্পানিতে। অনুব্রতর এই পরিচিত ও ঘনিষ্ঠদের আয়ের সঙ্গে ব্যবসার বিনিয়োগে বিস্তর ফারাক। ফলে বিনিয়োগ কীভাবে হল? কোথা থেকে টাকা এল? সেই বিষয়ে অনুব্রতকে জেরা করা হবে।
p style="text-align: justify;">আরও পড়ুন: দলের সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলে বহিষ্কৃত তৃণমূল নেতা, তোলপাড় শাসক শিবির!
অনুব্রত মণ্ডলের শারীরিক অবস্থা যাচাই করে তবেই জেরা করতে পারবে সিবিআই। কারণ অনুব্রত মণ্ডল শারীরিক ভাবে অসুস্থ। ফলে তাঁকে জেরা করতে হলে তাঁর শারীরিক অবস্থা যাচাই করে তবেই সংগশোধনাগারে গিয়ে সিবিআই জেরা করতে পারবে। কিন্তু প্রশ্ন একটাই যে অনুব্রত সিবিআই হেফাজতে অসহযোগিতা করেছেন, তিনি কি জেল হেফাজতে আদৌ সহযোগিতা করবেন সিবিআইয়ের সঙ্গে?