অবশেষে পর্দা ফাঁস। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালালো পুলিশ। গোটা ঘটনা দেখে বিস্মিত পুলিশ। অবাক করা কাণ্ড, রমরমা চলছিল গাঁজা গাছের চাষ তাও আবার শিলিগুড়ি শহরের বুকে।অবশেষে এই ঘটনায় গ্রেফতার ১। ধৃতের নাম শম্ভু মণ্ডল।
আরও পড়ুনঃ এক মুঠো মুড়ি ভিতর থেকে ঝাঁঝরা করে দিচ্ছে শরীর! কী থেকে ঘটছে? শুনলে মাথা ঘুরে যাবে
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভক্তিনগর থানার অন্তর্গত খোলাচাঁদ ফাঁপড়ি এলাকায় এই কারবার চলছিল। পুলিশের চোখ এড়িয়ে বাড়িতেই গাঁজার ফ্যাক্টরি খোলা হয়েছিল। এরপর সেখানেই গাঁজার প্যাকেট তৈরি করে বিভিন্ন বাজারে তা বিক্রি করা হচ্ছিল। গতকাল বিকেলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ। সেখান থেকে উদ্ধার হয় ৩ কিলো গাঁজা। গাঁজার গাছও নষ্ট করে দেয় পুলিশ।
স্থানীয় বাসিন্দা শ্যামল রায় জানিয়েছেন, "বেশ কয়েক বছর ধরে শম্ভু নামক ওই ব্যক্তি বাড়ির পেছনেই গাঁজা চাষ করে সেটাকে প্যাকেটে করে বিক্রি করত। যার ফলে বাইরে থেকে বিভিন্ন যুবকের আনাগোনা বেড়ে যায় আমাদের এলাকায়। বাড়ির মহিলারা বাইরে বের হতে ভয় পেত। আজ পুলিশ শম্ভুকে গ্রেফতার করেছে।" পুলিশের ধারণা এই চক্রে আরও অনেকে রয়েছে। কারণ, গাঁজা চাষ থেকে গাঁজা পৌঁছে দেওয়ার কাজে নিশ্চয়ই একটি চক্র কাজ করতো বলেই অনুমান পুলিশের। আর এই কারণেই অভিযুক্তকে হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করতে চাইছে ভক্তিনগর থানার পুলিশ।
অনির্বাণ রায়