TRENDING:

'উন্নাওয়ের নির্যাতিতার বিচার হোক, ধর্ষকের ফাঁসি চাই,' সরব মায়াবতী

Last Updated:

মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএসপি নেত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: উন্নাওয়ের নির্যাতিতার বিচারের দাবিতে সরব হলেন মায়াবতী৷ যেভাবে অভিযুক্তদের আক্রমণে মৃত্যু হল নির্যাতিতার, তারই প্রতিবাদ জানিয়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ নির্যাতিতার পরিবারের পাশ দাঁড়িয়ে তিনি ধর্ষিতার সঠিক বিচার চেয়েছেন এবং ধর্ষকদের ফাঁসির শাস্তির দাবি করেছেন৷
advertisement

উন্নাওয়ে কয়েক মাস আগে ধর্ষিতার ওপর ফের আক্রমণ করে অভিযুক্ত৷ নির্যাতিতার গায়ে আগুন লাগিয়ে দেয় সে৷ শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল তরুণীর৷ শেষ পর্যন্ত মৃত্যু হল তার৷ এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক৷ মেয়েটির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএসপি নেত্রী৷ খুব তাড়াতাড়ি এই ঘটনার বিচার হোক, দোষীরা ফাঁসির সাজা পাক এমনই ট্যুইট করেছেন মায়াবতী৷ বিএসপি নেত্রীর মতে এমন ঘটনা যেন আবার না ঘটে তার আশ্বাস দিতে হবে উত্তরপ্রদেশ সরকারকে৷ ধর্ষণকাণ্ডে আইনও আরও মজবুত করতে হবে, বলছেন তিনি৷ মায়াবতী চান, উন্নাওকাণ্ডে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের শাস্তি দিতে হবে যা একটি নিদর্শন হয়ে থাকে৷

advertisement

আরও পড়ুন লজ্জা! ধর্ষণের পর শরীরে আগুন, মৃত্যু উন্নাওয়ের নির্যাতিতার

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সব চেষ্টা বৃথা হল৷ ধর্ষকদের অত্যাচারে শরীরের প্রায় ৯০ শতাংশই পুড়ে গিয়েছিল৷ মৃত্যুর সঙ্গে চলছিল লড়াই৷ কিন্তু শেষ পর্যন্ত মারাই গেলেন উন্নাওয়ের নির্যাতিতা৷ শুক্রবার রাত ১১.৪০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় তার৷ বৃহষ্পতিবার অগ্নিদগ্ধ অবস্থায় তাকে দিল্লির হাসপাতালে ভর্তি করা হয়৷ তার আগে লখনউয়ে চলছিল তার চিকিৎসা৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
'উন্নাওয়ের নির্যাতিতার বিচার হোক, ধর্ষকের ফাঁসি চাই,' সরব মায়াবতী