অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ নির্যাতিতা গড়িয়া এলাকার বাসিন্দা ৷ ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ফেসবুকে পরিচয় হয় পুর্ব মেদিনীপুরের বাসিন্দা প্রদীপ সিং এর সঙ্গে ৷ তারপর বন্ধুত্ব গাঢ় হলে একে অপরের ফোন নম্বর দেওয়া নেওয়াও করা হয় ৷ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়৷ তারপর থেকে একাধিকবার তারা বিভিন্ন জায়গায় মিলিত হয় ৷ সেইসময় নির্যাতিতার ব্যক্তিগত ও গোপন ছবি তুলে রাখে প্রদীপ ৷ নির্যাতিতার অভিযোগ বিয়ের কথা বললে প্রদীপ বিয়ে করতে অস্বীকার করছে ও তাকে নানাভাবে হুমকি দিচ্ছে৷ শুধু তাই নয়, ফের বিয়ের কথা বললে নির্যাতিতার ব্যক্তিগত ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেওয়ার হুমকি দিচ্ছে বলে অভিযোগ ৷
advertisement
Location :
First Published :
August 05, 2019 7:53 PM IST