গ্রামের ফাঁকা এলাকায় কার্লভাটের ওপর কে বা কারা ছৌবোমাগুলি ফাটায় বলে অভিযোগ। এলাকায় কিছু চিহ্নও মিলেছে। ঘটনার খবর পেয়ে গ্রামে পুলিশ যায়। স্থানীয়রা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। হঠাৎ কারা এই ঘটনা ঘটার তা নিয়ে উঠেছে প্রশ্ন।
আরও পড়ুনঃ রেল পথে বন্যপ্রাণীর দেহাংশ পাচারের চেষ্টা রুখতে কড়া উত্তর পূর্ব সীমান্ত রেল, চলছে তল্লাশি
advertisement
এ নিয়ে মন্দিরবাজারের এসডিপিও বিশ্বজিৎ নস্কর জানিয়েছেন, এরকম একটি অভিযোগ আমরা পেয়েছি। কিন্তু অনুষ্ঠানের জন্য শব্দবাজি না অন্য কিছু ফাটানো হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনার পর যথেষ্ট আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।
এ নিয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এলাকাটি মথুরাপুর ও কুলপি থানার প্রান্তিক এলাকা। যেখানে বোমা মারা হয়েছে সেখান থেকে কুলপির ছামনামুনির দূরত্ব প্রায় ৫০০ মিটার। সেখান থেকে সম্প্রতি বোমা উদ্ধার হয়েছিল। আবার নতুন করে এই বোমাবাজির ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকার বাসিন্দারা।
নবাব মল্লিক