TRENDING:

BJP Leader Body Found: স্ত্রীকে ফোন করে মৃত্যুর আশঙ্কা, তারপরেই হোটেলের ঘরে বিজেপি নেতার দেহ উদ্ধার! বিরাট রহস্য

Last Updated:

BJP Leader Body Found: নদিয়ার কল্যাণীর একটি বেসরকারি হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপির মণ্ডল সভাপতির দেহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: হোটেলের ঘরে বিজেপির মণ্ডল সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার নদিয়ার কল্যাণীতে। হুগলি জেলার বিজেপির নেতার দেহ উদ্ধার ঘিরে বাড়ছে রহস্য। আত্মহত্যা নয়, পরিকল্পিত খুন, দাবি পরিবারের। নদিয়ার কল্যাণীর একটি বেসরকারি হোটেল থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার বিজেপির মণ্ডল সভাপতির দেহ। মৃত বিজেপি নেতার নাম সুদীপ ঘোষ। বয়স ৩৭ বছর।
সুদীপ ঘোষ  (ছবি-- সংগৃহীত)
সুদীপ ঘোষ (ছবি-- সংগৃহীত)
advertisement

হুগলি জেলার ধনিয়াখালি বিধানসভার ধনিয়াখালী ২ নং অঞ্চলের মণ্ডল সভাপতি ছিলেন সুদীপ ঘোষ। নদিয়ার কল্যাণীর বুদ্ধপার্কের হাইরোডের কাছে একটি বেসরকারি হোটেলে ঝুলন্ত অবস্থায় সুদীপ ঘোষের দেহ উদ্ধার করে কল্যাণী থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত তিনদিন ধরে বুদ্ধপার্কের কাছে একটি হোটেলে ছিলেন সুদীপ বাবু। শনিবার সকালে হোটেলের একটি ঘর থেকে উদ্ধার হয় সুদীপবাবুর ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হোটেলের ঘরে ফ্যানে গলায় ফাঁস লাগানো অবস্থায় সুদীপবাবুর দেহ উদ্ধার করা হয়।

advertisement

আরও পড়ুন: ‘সোনাই ডাকছে, বেঁচে আর কী করব’! কান্না থামছে না বেহালার দুর্ঘটনায় মৃত সৌরনীলের মায়ের

বিজেপি সূত্রে খবর, ধনিয়াখালি বিধানসভার ধনীয়াখালি ২ নম্বর এলাকার মণ্ডল সভাপতি ছিলেন তিনি। এবং এবার পঞ্চায়েত নির্বাচনে গুরবাড়ি পঞ্চায়েতের গ্রাম সংসদের প্রার্থী ছিলেন। পরিবারের দাবি, ‘খুন করা হয়েছে সুদীপকে। রাজনীতি করত বলে কেউ দমাতে পারেনি।’ দোষীদের শাস্তির দাবি জানিয়েছে পরিবার। কল্যাণী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে, বিজেপির হুগলি জেলার সহ-সভাপতির অভিযোগ, এটি নিছক একটি আত্মহত্যা নয়। এর পিছনে রহস্য লুকিয়ে রয়েছে। যতই পারিবারিক অশান্তি থাকুক না কেন তাই বলে এভাবে মৃত্যু।

advertisement

আরও পড়ুন: মমতার ইভিএম হ্যাকের বিস্ফোরক দাবির পাল্টা শুভেন্দু, বললেন, ‘সবই পরাজয়ের আশঙ্কা’!

২০১৯ সাল থেকে লড়াই করে আসছিলেন সুদীপ ঘোষ। তবে মৃতের বাবার দাবি এলাকায় দামাল নেতা ছিল তাঁর ছেলে। বাড়ির বাইরে থাকলেও নিয়মিত যোগাযোগ রাখতেন তাঁর সঙ্গে। ছেলের সঙ্গে বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল দাবি মৃত নেতার বাবার। কল্যাণী জেএনএম হাসপাতালের পুলিশ মর্গে  এদিন ময়নাতদন্ত হয় মৃত বিজেপি নেতার।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় খড়ের গহনা সজ্জায় প্রতিমা সহ নানা চমক দিতে প্রস্তুত এই ক্লাব
আরও দেখুন

রঞ্জিত সরকার

বাংলা খবর/ খবর/ক্রাইম/
BJP Leader Body Found: স্ত্রীকে ফোন করে মৃত্যুর আশঙ্কা, তারপরেই হোটেলের ঘরে বিজেপি নেতার দেহ উদ্ধার! বিরাট রহস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল