TRENDING:

সাবধান! এক লক্ষের বেশি ভারতীয়র প্যান-আধার-পাসপোর্টের তথ্য লিক ডার্কনেটে

Last Updated:

আতঙ্কিত সকলেই, কোন কাজে ব্যবহার হবে মানুষের ব্যক্তিগত সমস্ত আধিকারিক পরিচয়পত্র

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সর্বনেশে খবর ৷ এক লক্ষেরও বেশি ভারতীয়র আধার, প্যান ও পাসপোর্টের সব তথ্য সহ স্ক্যান কপি ডার্কনেটে বিক্রির জন্য রাখা হয়েছে ৷ সাইবার সিকিউরিটি ফার্ম সাইবল (Cyble)  এই মারাত্মক খবর দিয়েছে ৷ সাইবলের এই রিপোর্ট অনুসারে এই বিপুল পরিমাণে ডেটা লিক বা পরিংসংখ্যান লিক হয়েছে থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে হয়েছে কোনও সরকারি তথ্যভান্ডার থেকে নয় ৷ বিভিন্ন চুরি ছাড়াও এই বিপুল পরিমাণ তথ্যভান্ডার  থেকে প্রাপ্ত ইনফরমেশন থেকে আতঙ্কবাদী হামলা সহ আরও ভয়ানক কার্যকলাপের জন্য ব্যবহার হয় ৷
advertisement

কারণ বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ণ এই ডেটা বিভিন্ন অবৈধ কাজে ব্যবহৃত হয় ৷ Dark Net - মজুত থাকা এই পরিসংখ্যান সম্ভবত কোনও কেওয়াইসি স্টোর থেকে লিক হয়েছে ৷ কারণ যেখান থেকে এই তথ্যগুলি সামনে এসেছে সেখানে প্যান-আধার ও পাসপোর্টের স্ক্যান কপি রয়েছে৷

ডার্কনেটে ইন্টারনেটের সেই অংশ যা সাধারণ সার্চ ইঞ্জিনের মতো সহজে পাওয়া যায় না ৷ এই স্তরে ঢুকে কোনও তথ্য বার করতে হলে বিশেষ সফটওয়্যারের সাহায্য লাগে ৷ ভারতের বিভিন্ন আলাদা আলাদা জায়গা থেকে এক লক্ষের থেকে অধিক লোকের তথ্য লিক হয়ে গেছে ৷ সাইবেলের প্রাপ্ত তথ্য অনুযায়ী এই এক লক্ষ ডকুমেন্ট ভারতীয়দের ৷ এই সমস্ত ডকুমেন্ট স্ক্যান কপি হিসেবে রয়েছে ৷ তবে কোন কোম্পানির থেকে

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

এই কেওয়াইসি বেরিয়ে এসেছে তা নিয়ে প্রশ্ন থাকছে ৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
সাবধান! এক লক্ষের বেশি ভারতীয়র প্যান-আধার-পাসপোর্টের তথ্য লিক ডার্কনেটে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল