অনলাইন সংস্থার ভুয়ো কাস্টমার কেয়ার নম্বর দিয়েই সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে ৷ এই সব ভুয়ো কাস্টমার কেয়ার নম্বরে ফোন করলেই বিপদ ৷
গ্রাহকের কাছে পাঠানো হচ্ছে একটি পেমেন্ট লিংক ৷ সেই লিংকে ক্লিক করলেই গ্রাহকের গোপন সব তথ্য ফাঁস ৷ সেই তথ্য হাতিয়েই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে প্রতারকরা ৷ এখানেই শেষ নয়। জনপ্রিয় পেমেন্ট ব্যাঙ্ক Paytm-এর নাম করেও চলছে প্রতারণা। Paytm-এর লোগো নকল করে গ্রাহকদের কাছে পাঠানো হচ্ছে ভুয়ো SMS ৷ ভুয়ো SMS-এ বলা হচ্ছে KYC না করলেই না কি অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷ এই ফাঁদে অনেকেই পা ফেলছেন। ভুয়ো SMS-এর লিংকে ক্লিক করলেই বিপদ ৷ KYC-র নামে গ্রাহকের সব তথ্য লোপাট হয়ে যাচ্ছে ৷ Paytm-এর সঙ্গে যুক্ত সব অ্যাকাউন্টের টাকা তখন সাফ ৷ তাই, SMS আদৌ Paytm-এর কি না যাচাই করা অত্যন্ত জরুরি। না হলেই বিপদ ৷
advertisement
Location :
First Published :
January 27, 2020 1:31 PM IST