TRENDING:

গাড়ি বুক করে কেন বাতিল! রাগে মহিলাকে অশ্লীল ছবি, ভিিডও পাঠাল ক্যাব চালক

Last Updated:

গত সোমবার এই ঘটনা ঘটে৷ ওই দিন নিজের এবং নিজের এক বছর বয়সি সন্তানের জন্য বেঙ্গালুরুর ইলেক্ট্রনিক সিটি থেকে একটি ক্যাব বুক করেন ওই মহিলা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেঙ্গালুরু: গাড়ি বুকিং করেও বাতিল করে দিয়েছিলেন৷ আর সেই রাগেই এক মহিলা যাত্রীকে অশ্লীল, ছবি ভিডিও পাঠানোর অভিযোগ উঠল বেঙ্গালুরুর এক ক্যাব চালকের বিরুদ্ধে৷ অভিযুক্ত ওই ক্যাব চালকের বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত খবর অনুযায়ী, গত সোমবার এই ঘটনা ঘটে৷ ওই দিন নিজের এবং নিজের এক বছর বয়সি সন্তানের জন্য বেঙ্গালুরুর ইলেক্ট্রনিক সিটি থেকে একটি ক্যাব বুক করেন ওই মহিলা৷ কিন্তু দশ মিনিট অপেক্ষা করার পরেও চালক গাড়ি নিয়ে না পৌঁছনোয় বুকিং বাতিল করে একটি অটোরিক্সা বুক করেন ওই মহিলা৷

advertisement

আরও পড়ুন: সাবধান! মোবাইলের বদলে সাবান! পুজোর মুখে ভিনরাজ‍্যের প্রতারকদের ঘাঁটি বাংলাতে

বুকিং বাতিল হওয়ার পরই রেগে যান ওই ক্যাব চালক৷ অভিযোগ, ওই মহিলা যাত্রীর ফোনের হোয়াটসঅ্যাপে একের পর এক অশ্লীল মেসেজ এবং ভিডিও পাঠাতে শুরু করে ওই ক্যাব চালক৷ এর পর ওই মহিলাকে ফোন করে হোয়াটসঅ্যাপ চেক করার জন্যও বলেন ওই ক্যাব চালক৷

advertisement

এর পরেই ওই ক্যাব চালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানান ওই মহিলা৷ অভিযুক্ত চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করে বেঙ্গালুরু পুলিশ৷ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ওই চালক এই মুহূর্তে তামিলনাড়ুতে রয়েছে৷ তার খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
একই পরিচর্যায় আলাদা ফলন! রঙিন ফুলকপি চাষের বিশেষ পদ্ধতি দেখালেন কৃষি বিজ্ঞানীরা
আরও দেখুন

এই প্রথম নয়, গত জুলাই মাসেও বেঙ্গালুরুর এক তরুণী অভিযোগ করেছিলেন একটি অ্যাপ বাইকের চালকের বিরুদ্ধে রাইডের সময় হস্তমৈথুনের অভিযোগ এনেছিলেন৷ অভিযুক্ত বাইক চালক তাঁকে অশ্লীল মেসেজ পাঠিেয়ছিল বলেও অভিযোগ করেন ওই তরুণী৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
গাড়ি বুক করে কেন বাতিল! রাগে মহিলাকে অশ্লীল ছবি, ভিিডও পাঠাল ক্যাব চালক
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল