আরও পড়ুন-জোর লড়াই ত্রিপুরা নিয়ে ! কোমর বাঁধছে তৃণমূল-বিজেপি দুই পক্ষই
অসিতের বাড়িতে গতকাল, বৃহস্পতিবার পোলবা থানার পুলিশ যায়। অসিতবাবুর স্ত্রী রীনা ঘোষ জানান, সে চাষবাস জমিজমা নিয়েই সবসময়ে থাকত। সম্প্রতি জমি বেচাকেনার কাজে যুক্ত হয়। আট দশ দিন আগে তারকেশ্বর যাচ্ছি বলে বাড়ি থেকে বের হয়। তবে আর বাড়ি ফেরেনি।ফোনে তার সঙ্গে শেষ কথা হয় গত মঙ্গলবার। বুধবার থেকে আর কোনও কথা হয়নি। তিনি মাঝে মধ্যে জমি কেনাবেচার জন্য অন্য জায়গায় যেতেন, তবে তার জন্য বাড়ি ফেরেনি, এমন ঘটনা আগে কখনও হয়নি।সংবাদমাধ্যমের থেকেই অসিতের গ্রেফতারের খবর জানতে পারে তার পরিবার। এলাকায় সাধারণ ছাপোষা মানুষ হিসাবেই পরিচিত অসিত ঘোষ।স্থানীয় পাড়াপ্রতিবেশীরা শুনে এই খবর বিশ্বাসই করতে পারছেন না। তারা বলছেন যদি কোটি কোটি টাকার ব্যবসা হতো, তাহলে ঘরবাড়ি এমন থাকতো না। সকলের সঙ্গে অসিত খুব ভালোভাবে মিশত বলেই জানায় এলাকাবাসী।
advertisement
ক্যালিফোর্নিয়াম স্টোন (Californium Stone) দুর্মূল্য। ১ গ্রামের দামই প্রায় ১৭ কোটি টাকা। পরমাণু বোমা তৈরি করার অন্যতম উপকরণ এটি। যা কলকাতা বিমানবন্দর দিয়ে নিয়ে যাচ্ছিল হুগলির ওই দুই বাসিন্দা। আগে থাকতেই সেই খবর ছিল CID-র কাছে। সেই মতো আধিকারিকরা তৈরি ছিলেন। হুগলির দুই বাসিন্দাকে বিমানবন্দর চত্বরে দেখতেই সতর্ক হয়ে যান সকলে। ধৃতদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশি অভিযান চালাতেই ধূসর রঙের পাথরের মতো দেখতে রেডিও অ্যাক্টিভ জিনিসটি ব্যাগ থেকে বেরিয়ে পড়ে। ধৃত দুই ব্যক্তির কাছ থেকে মোট ২৫০.৫ গ্রাম ওই পাথর উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লক্ষ টাকা।