পুলিশ সূত্রে খবর, ধৃতেরা দুটি গাড়িতে করে বৃহস্পতিবার ওই মহিলাকে জোরপূর্বক তুলে নিয়ে চলে যান। পরে পুলিশের নাকা চেকিংয়ের সময় মুর্শিদাবাদের সালার থেকে উদ্ধার করা হয় অপহৃত মহিলাকে। সেই সঙ্গে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েক জনকে আটক করা হয়।
আরও পড়ুনঃ প্রার্থীরা কীভাবে জানতেন কোথায় গেলে মিলবে চাকরি? সিবিআই স্ক্যানারে 'এই' ১০ জন! কারা তাঁরা?
advertisement
অন্যদিকে, ওই মহিলার পরিবারের তরফ থেকে দুর্গাপুরে পুলিশের কাছে একটি অপহরণের মামলা রুজ করা হয়। সেই ঘটনার তদন্তের জন্য ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলেই মুর্শিদাবাদের শক্তিপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
অপহৃত মহিলার ছেলে বাপন মজুমদারের নামে উঠছে গুরুতর অভিযোগ। অভিযোগ, ডিসিসিতে চাকরি দেওয়ার নাম করে বাপন মজুমদার মুর্শিদাবাদের বাসিন্দাদের কাছ থেকে অনেক টাকা নিয়েছিলেন। পরে সেই টাকা ফেরত না দেওয়াই এমন কাণ্ড ঘটিয়েছেন তারা। অভিযোগ উঠছে, প্রায় তিন কোটি টাকা চাকরি দেওয়ার নামে হাতিয়েছেন বাপন এবং তার সঙ্গীরা। যদিও বিষয়টি মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন স্থানীয়রা। তবে দু-পক্ষের তরফ থেকে কোন ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তার মধ্যে ঘটে যায় এমন রোমহর্ষক অপহরণ কাণ্ড। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ১৪ জনকে।
Nayan Ghosh