অভিযান যেহেতু চলছে, ফলে ওই কাকোরি এলাকার একটি লেন পুরোপুলি সিল করে দেওয়া হয়েছে। কাউকেই সেখানে ঢুকে দেওয়া হচ্ছে না। লুকিয়ে থাকা জঙ্গিদের বাড়ির আশপাশের সমস্ত বাড়ি থেকে বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অভিযান এখনও চলছে, তবে তা নিয়ে এখনও কোনও তথ্য দেয়নি পুলিশ। জানা গিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নির্দেশ দিয়ে এখানে বিস্ফোরণ ঘটানোর ছক কষা হয়েছে।
advertisement
সূত্রের খবর, এখনও জোর তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। ধৃত দুই জঙ্গিকে জেরা করে বাকিদের খোঁজ ও পরিকল্পনা জানতে চাইছেন তদন্তকারীরা। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে।
Location :
First Published :
Jul 11, 2021 1:58 PM IST
