TRENDING:

Lucknow Al-Qaeda Terrorists Arrested: লখনউয়ে বাড়ির ভিতর লুকিয়ে আল-কায়দা জঙ্গি, ATS-এর অভিযানে ধৃত ২! চলছে অভিযান

Last Updated:

সূত্রের খবর, ইতিমধ্যেই ওই এলাকা থেকে দুই আল কায়দা জঙ্গিকে (Lucknow Al-Qaeda Terrorists Arrested) গ্রেফতার করেছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: উত্তরপ্রদেশের লখনউয়ে (Lucknow) বড়সড় সাফল্য পেল পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড (ATS)। তবে এখনও লখনউয়ের কাকোরি এলাকা পুরো সিল করে দিয়ে চলছে চিরুনি তল্লাশি। সূত্রের খবর, ইতিমধ্যেই ওই এলাকা থেকে দুই আল কায়দা জঙ্গিকে (Lucknow Al-Qaeda Terrorists Arrested) গ্রেফতার করেছে পুলিশ। গোটা এলাকায় কর্ডন করে তল্লাশি চালানো হচ্ছে। জানা গিয়েছে, জঙ্গিরা একটি বাড়িতে লুকিয়ে রয়েছে। যে কোনও সময় প্রেশার কুকার বোমা বিস্ফোরণ হতে পারে ওই এলাকায়। ফলে ডেকে পাঠানো হয়েছে বম্ব স্কোয়াডকেও।
advertisement

অভিযান যেহেতু চলছে, ফলে ওই কাকোরি এলাকার একটি লেন পুরোপুলি সিল করে দেওয়া হয়েছে। কাউকেই সেখানে ঢুকে দেওয়া হচ্ছে না। লুকিয়ে থাকা জঙ্গিদের বাড়ির আশপাশের সমস্ত বাড়ি থেকে বাসিন্দাদের সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অভিযান এখনও চলছে, তবে তা নিয়ে এখনও কোনও তথ্য দেয়নি পুলিশ। জানা গিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তান থেকে নির্দেশ দিয়ে এখানে বিস্ফোরণ ঘটানোর ছক কষা হয়েছে।

advertisement

সূত্রের খবর, এখনও জোর তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশের অ্যান্টি টেররিস্ট স্কোয়াড। ধৃত দুই জঙ্গিকে জেরা করে বাকিদের খোঁজ ও পরিকল্পনা জানতে চাইছেন তদন্তকারীরা। ওই এলাকায় আরও জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে।

বাংলা খবর/ খবর/ক্রাইম/
Lucknow Al-Qaeda Terrorists Arrested: লখনউয়ে বাড়ির ভিতর লুকিয়ে আল-কায়দা জঙ্গি, ATS-এর অভিযানে ধৃত ২! চলছে অভিযান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল