TRENDING:

উন্নাওয়ে ধর্ষিতার গায়ে ঢালা হল কেরোসিন তারপর জ্বালিয়ে দেওয়া হল! ৯০% পুড়লো দেহ...

Last Updated:

ছিল ধর্ষণের মামলার শুনানি, ধর্ষিতার গায়ে আগুন ধরালো অভিযুক্ত!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: হায়দরাবাদের ঘটনার সপ্তাহ ঘুরতে না ঘুরতে ফের সামনে এল আরও এক বীভৎস ঘটনা৷ ধর্ষিতাকে পুড়িয় মারা চেষ্টা হল৷ খালি রাস্তায় একা পেয়েই মহিলার গায়ে ঢেলে দেওয়া হল কেরোসিন৷ তারপর শরীরে ঠুকে দেওয়া হল দেশলাই৷ দাউ দাউ করে জ্বলতে থাকল মহিলার শরীর৷ নিজের ধর্ষণের মামলা শুনতে যাচ্ছিলেন৷ রায়বেরালিতে ছিল সেই মামলার শুনানি৷ যাওয়ার পথেই আক্রমণের মুখে পড়লেন ধর্ষিতা৷
advertisement

ধর্ষণের শিকার আগেই হয়েছিলেন মহিলা৷ তারই শুনানি চলছিল আদালতে ৷ ধর্ষকই ফের নির্যাতিতার ওপর এভাবে আক্রমন চালায়৷ ধর্ষণের ঘটনার পরেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ জেলে কিছুদিন কাটানোর পর জামিনে মুক্ত হয় সে৷ সেই সুযোগে ধর্ষিতাকে মেরে ফেলার চেষ্টা করে সে৷ ধর্ষিতাকে নির্জনে পেয়েই তার গায়ে আগুন ধরিয়ে দেয় সে৷ ধর্ষণ করে শেষ হয়নি অত্যাচার৷ এবার ধর্ষিতাকে পুড়িয়ে মেরে মামলা খতম করতে চেয়েছিল অভিযুক্ত৷ মামলা

advertisement

আরও পড়ুন ফোনে শেষবার হায়দরাবাদের গণধর্ষিতা যা বলেছিলেন বোনকে...

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গায়ে আগুন লাগার পর অনেক দূর পর্যন্ত রাস্তায় দৌড়তে থাকেন ধর্ষিতা৷ প্রত্যক্ষদর্শীরা দেখেই খবর দেন পুলিশে৷ তার ৯০ শতাংশ পুড়ে যায় মহিলার দেহ৷ তাকে লখনউ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন নির্যাতিতা৷ জানা গিয়েছে যে পরিবারের অমতে দু’জনে বিয়ে করেছিলেন৷ বিয়ের পরও স্বামী-স্ত্রী হিসেবে দু’জনের পরিবার না মানায় সম্পর্ক ভেঙে দেন তারা৷ কিন্তু সেই পরিণতি যে এমন ভয়ানক হতে পারে, কেউ ভাবতেও পারেননি৷

advertisement

বাংলা খবর/ খবর/ক্রাইম/
উন্নাওয়ে ধর্ষিতার গায়ে ঢালা হল কেরোসিন তারপর জ্বালিয়ে দেওয়া হল! ৯০% পুড়লো দেহ...