পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে নাগমা জানান, গত ২৮ ফেব্রুয়ারি একটি অভিযোগ দায়ের করেন নাগমা মোরাজি৷ সেখানে তিনি উল্লেখ করেন, গত ২৮ ফেব্রুয়ারি রাত সাড়ে দশটা নাগাদ তাঁর মোবাইলে দুটি ভিন্ন নম্বর থেকে মেসেজ আসে৷ সেখানে বলা হয়, প্যান কার্ড আপডেট না করলে নাগমার নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে৷
আরও পড়ুন: আপনার ফোনেও এসেছে এই লিঙ্ক? সাবধান, লাখ লাখ টাকা খোয়ালেন অভিনেত্রী সহ চল্লিশ জন
advertisement
মেসেজের সঙ্গেই ছিল একটি লিঙ্ক৷ ওই লিঙ্কে ক্লিক করে নিজের প্যান কার্ড ডিটেলস দেন তিনি৷ এর পরেই তাঁর মোবাইলে একটি ওটিপি আসে৷ ওটিপি দিতেই তাঁর কাছে ব্যাঙ্কের থেকে একটি ট্র্যানজ্যাকশন অ্যালার্ট আসে৷ প্রতারিত হয়েছেন আন্দাজ করে সঙ্গে সঙ্গে ব্যাঙ্কে ফোন করেন তিনি৷ তখনই নাগমা জানতে পারেন, তাঁর অ্যাকাউন্ট থেকে এক লক্ষ টাকা সরিয়ে নেওয়া হয়েছে৷
আরও পড়ুন: প্যান কার্ড প্রতারণার শিকার খোদ এম এস ধোনি! আপনি কীভাবে বাঁচবেন, জানুন উপায
ওই দিন রাতেই বান্দ্রায় পুলিশে অভিযোগ দায়ের করেন নাগমা৷ অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ৪১৯ এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৬সি এবং ৬৬ডি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷
সম্প্রতি মুম্বইয়ে সাইবার প্রতারণার অভিযোগ অনেকটাই বেড়েছে৷ সাধারণ মানুষকে সতর্ক করতে গত ৪ মার্চ একটি গাইডলাইনও প্রকাশ করেছে পুলিশ৷