পরিবারের অভিযোগ এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল তাঁর। ওই যুবকই খুন করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে সামশেরগঞ্জ থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। অভিযুক্তকে গ্রেফতার করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: শীতের আমেজে উত্তরবঙ্গের বাজার কাঁপাচ্ছে বিদেশি কমলা লেবু! দাম শুনলে অবাক হবেন
advertisement
ধুলিয়ান পৌরসভার ১২নং ওয়ার্ডের কামাত এলাকার বাসিন্দা শুক্রবার রাত থেকেই বাড়িতে ছিলনা। জানা গিয়েছে, এলাকারই এক যুবকের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল তাঁর। বিড়ি বাঁধার কাজ করত ওই মহিলা। কিন্তু ওই যুবক মাঝেমধ্যেই তাঁকে ডেকে বাইরে নিয়ে যেতেন। এই নিয়ে বাড়িতে অশান্তিও চলছিল।
আরও পড়ুন: বিষ্ণুপুর পুরসভায় মোটা মাইনের চাকরি! জেনে নিন বিস্তারিত
অভিযুক্ত যুবক তাঁকে মারধরও করত বলেও অভিযোগ পরিবারের। শুক্রবার রাতে ওই যুবকই মৃতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর আর বাড়ি ফেরেনি তিনি। এরপরেই শনিবার সকালে ধুলিয়ান গঙ্গা স্টেশন সংলগ্ন একটি পুকুর পাড়ে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
মৃতের দিদি বলেন, “আমার বোনের অনেকদিনের সম্পর্ক ছিল। কিন্তু ছেলেটি আমার বোনের উপর খুব অত্যাচার করত। বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করত। আমরা বাধা দিলে আমাদের সঙ্গেও অশান্তি করত। সেই আমার বোনকে রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে। আমি ওর উপযুক্ত শাস্তি চাই।”