স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদল থানার কেশবপুর রেল স্টেশনের কাছে ওই নাবালিকার বাবার একটি পানের দোকান রয়েছে। বাবা প্রতিবন্ধী । দোকানের কিছুটা দূরেই নাবালিকার বাড়ি। বৃহস্পতিবার বিকেলে নাবালিকা শিশুটি বাবার দোকানে আসে। সেখানেই খেলা করছিল শিশুটি।
আরও পড়ুন : এবার থেকে জন্ম-মৃত্যু সার্টিফিকেটে থাকবেনা অশোকস্তম্ভ, সিদ্ধান্ত কলকাতা পুরসভার
advertisement
কিছুক্ষণ পরে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না । খোঁজাখুঁজি শুরু করলে দোকানের কিছুটা দূরে ফাঁকা জমির মধ্যে এক যুবক সঙ্গে তাকে দেখতে পাওয়া যায়। শিশুটির জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়েছে, হাত-পা দড়ি দিয়ে বেঁধে রেখেছিল অভিযুক্ত। সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে অভিযুক্ত যুবক । শিশু কন্যাটি অসুস্থ হয়ে পড়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলছে ।
পুলিশ সূত্রে খবর অভিযুক্তের দিদিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পরে অবশ্য় ছেড়ে দেওয়া হয়েছে তাঁকে ৷ অভিযুক্তের বাড়ি নন্দকুমার থানার দয়ালদাসি এলাকায়। অভিযুক্তের খোঁজে চিরুণি তল্লাশি শুরু হয়েছে।
আরও পড়ুন : মহানাগরিক শোভন চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে রাতভোর ধর্নায় স্ত্রী রত্না