গোটা ঘটনার তদন্ত চালিয়ে পুলিশ জানায়, IRCTC ওয়েবসাইট হ্যাকের অপরাধে অভিযুক্ত ব্যক্তি উত্তরপ্রদেশের দাদরির বাসিন্দা। তিনি গ্রেটার নয়ডার অযোধ্যা গঞ্জে তার একটি দোকান রয়েছে। সেখানে সে রেলের টিকিট বুকিং করে দিতেন। পুলিশের রিপোর্ট অনুসারে দুই বছর ধরে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে আসছে ব্যক্তি।
আরও পড়ুন: বোরোলিন, পার্লে-জি! আর কোন কোন দেশী পণ্য স্বাধীনতার আগে থেকে আজও চলছে, জেনে নিন
advertisement
পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানে, IRCTC পোর্টালে বেনামি ব্যক্তিগত প্রোফাইল তৈরি করতে কিছু বেআইনি সফ্টওয়্যার ব্যবহার করেছিল সে। এই অ্যাপগুলি স্বয়ংক্রিয়ভাবে নাম, ভ্রমণের বিবরণ, ট্রেন নির্বাচন এবং এমনকি টিকিট বুকিংয়ের জন্য অর্থ প্রদানের মতো তথ্য পূরণ করতে ব্যবহার করা যেত।
আরও পড়ুন: দুঃসাহসিক কাণ্ড চোরের দলের! শেষে কিনা পুলিশের বাড়িতেই চুরি
ব্যক্তি IRCTC-তে তৎকাল এবং ভিআইপি কোটার টিকিট অ্যাক্সেস করতে এই হ্যাকগুলি ব্যবহার করেছিলেন। এর সাহায্যে, দ্রুত টিকিট বুক করতে পারতেন। এরপর তিনি প্রকৃত বুকিং মূল্যের চারগুণ দামে এসব টিকিট বিক্রি করতেন।
পুলিশ যানায়, অভিযুক্ত ভারতীয় রেলের বেশ কিছু আইন ভঙ্গ করেছে। পাশাপাশি তার কাছ থেকে ৮৮টি ই-টিকিট পাওয়া গিয়েছে, যার দাম প্রায় ১.৫৫ লক্ষ টাকা। শুধু তাই নয় গত দুই বছরে প্রায় ৩০ লক্ষ টাকার টিকিট বিক্রি করেছে ব্যক্তি। স্থানীয় সাইবার ক্রাইম ইউনিটের নজরে এই ব্যপারটি আসে। এরপর সাইবার সেল রেলওয়ে পুলিশকে সবটা জানায়, তারপর অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।