TRENDING:

১১ বছর বাদে বিচার! মেয়েকে ধর্ষণ করতে এসেছিল তাকে খুন করেছিল, ৭০ বছরের বৃদ্ধার যাবজ্জীবন

Last Updated:

70 year old woman to life imprisonment: এই ঘটনার দুই সাক্ষী কস্তুরীর মেয়ে ও ছেলে জানিয়েছে প্রবীন রেপ করতে চেয়েছিল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উত্তরপ্রদেশের এক কোর্ট ৭০ বছরের বিধবাকে যাবজ্জীবন কারাদণ্ডে ( 70 year old woman to life imprisonment) দণ্ডিত করল৷  ২০১০ সালে তাঁর মেয়েকে ধর্ষণ (rape) করতে চেষ্টায় করায় তিনি এক ব্যক্তিকে হত্যা করেছিলেন , সেই হত্যার অভিযোগে তাঁর যাবজ্জীবন হল৷
 70 years old woman gets life imprisonment- Photo- Representattive
70 years old woman gets life imprisonment- Photo- Representattive
advertisement

বুলন্দশহরের অতিরিক্ত সেশনস কোর্টের বিচারপতি রাজেশ্বর শুক্লা এই রায়দান করেছেন৷ এই অর্ডারে জানা সাজাপ্রাপ্ত ৭০ বছরের বৃদ্ধা মহিলা-র ( 70 year old woman) নাম কস্তুরী দেবী ৷ তিনি প্রবীন কুমারকে কুঠার দিয়ে বারবার আঘাত করে হত্যা করেন৷ ঘটনাটি ঘটেছিল ২০১০ সালের ৩১ জুলাই৷ সেই সময় শাস্তিপ্রাপ্ত মহিলার বয়স ছিল ৫৯ বছর৷ আর যে মারা গিয়েছিল তার বয়স ছিল ২০ বছর৷ বুলন্দশহরের অনুপশহর পুলিশ স্টেশনে ওই প্রৌঢ়া মহিলা সেই সময়ে গিয়েই আত্মসমর্পণ করেছিলেন৷ তিনি যে ওই যুবককে খুন করেছিলেন সে কথা সেখানে গিয়ে জানান৷

advertisement

আরও পড়ুন- আমার পুরো হৃদয় ট্যাগলাইন দিয়ে Virat ও Vamika-র খেলার ছবি পোস্ট Anushka-র, ভাইরাল

সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ি পুলিশ কোর্টকে জানায় শাস্তি পাওয়া মহিলা প্রবীন কুমারকে আক্রমণ করে৷ সে মহিলার বাড়ি পৌঁছে যায় মাঝরাতে, সেখানে তাঁর মেয়েকে ধরে যৌন উৎপীড়ন শুরু করে৷ তখন দেবী ওই মহিলাকে কুঠার দিয়ে আঘাত করে৷ একের পর আঘাতে তার মৃত্যু হয়৷ কোর্টের অর্ডারে বলা হয়েছএ দেবীর মেয়ে সেই সময় মাত্র ২০ বছরের ছিল৷

advertisement

আরও পড়ুন - Explained: প্রতিনিয়ত কী ভাবে বাড়ছে বায়ু দূষণ? কেন নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

ট্রায়াল পর্ব শেষ হ ১১ বছর ধরে, এই পর্বে ওই মহিলার বিয়ে হয় তাদের সন্তানও রয়েছে৷ কোর্ট নিহতের পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে নিহতের শরীরে পাঁচটি গভীর ক্ষতচিহ্ন ছিল৷ যা তার ঘাড়ের ওপরে ছিল৷ তার মেয়েকে ধর্ষণে যে উদ্যত হয়েছিল তাকে আটকানোর জন্য এই ধরণের আক্রমণ কোনও প্রয়োজন ছিল না মত কোর্টের৷ কোর্টের বক্তব্য এই হত্যাকাণ্ডের পিছনে বড় কোনও চক্রান্ত কাজ করছে৷

advertisement

কোর্টের রিপোর্ট উদ্ধৃত করে বলা হয়েছে, ‘‘প্রবীনকে পাঁচবার ঘাড়ের কাছে আঘাত করা হয়েছিল তাতে তার তাৎক্ষণিক মৃত্যু হয়৷ যদি কস্তুরীকে রেপ আটাকাতে হত তাহলে অতবার ধরে নিহতকে মারতে হত না৷ এই ঘটনা এড়ানো যেত৷ পরিবার নিহতের শরীর বাইরে এনে সাহায্যের জন্য চেঁচামেচি শুরু করে যখন প্রবীন মারা যায়৷ এটা একদম প্ল্যানড একটা চক্রান্ত৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

এই ঘটনার দুই সাক্ষী কস্তুরীর মেয়ে ও ছেলে জানিয়েছে প্রবীন রেপ করতে চেয়েছিল৷ তাদের মা সেই ঘটনা আটকাতেই আক্রমণ হয় এবং মহিলা তাকে কুঠার দিয়ে আঘাত করেন৷

বাংলা খবর/ খবর/ক্রাইম/
১১ বছর বাদে বিচার! মেয়েকে ধর্ষণ করতে এসেছিল তাকে খুন করেছিল, ৭০ বছরের বৃদ্ধার যাবজ্জীবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল