পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্ত তিনজন পাশের এলাকার বাসিন্দা ৷ বাড়িতে একাই থাকতেন নির্যাতিতা মহিলা ৷ তার বাড়িতে ঘটনার রাতে জোর করে ঢুকে আসে তিনজন যুবক এবং তাকে গণধর্ষণ করে ৷ অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তৃতীয় জনের খোঁজে চলছে তল্লাশি ৷
নির্যাতিতাকে হান্টারগঞ্জ কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয়েছে ৷ চিকিৎসকেরা জানিয়েছেন নির্যাতিতার অবস্থা বেশ উদ্বেগজনক ৷ এর ঠিক দু’দিন আগে আরও একটি গা শিউরে ওঠা গণধর্ষণের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায় ৷ মধ্যবয়সি মহিলাকে গণধর্ষণের পর খুন করা হয় ৷ ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে ঘটনাটিকে নির্ভয়াকাণ্ডের সঙ্গেও তুলনা করা হয়েছে ৷
advertisement
Location :
First Published :
January 09, 2021 9:02 AM IST