TRENDING:

লক্ষ্য লোকসভা নির্বাচন ! সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে আসন জোরদার করল বাংলা

Last Updated:

সিপিএমের সাধারণ সম্পাদক পদে নিজের ক্ষমতা অটুট রাখলেন সীতারাম ইয়েচুরি ৷ পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতেও বেঙ্গল লবি আরও জোরদার হল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সিপিএমের সাধারণ সম্পাদক পদে নিজের ক্ষমতা অটুট রাখলেন সীতারাম ইয়েচুরি ৷ পাশাপাশি কেন্দ্রীয় কমিটিতেও বেঙ্গল লবি আরও জোরদার হল ৷ কেন্দ্রীয় কমিটিতেই এবার সুজন চক্রবর্তীসহ চারজনের নাম নথিভুক্ত হয়েছে ৷ তাঁরা হলেন রবীন দেব, অমিয় পাত্র এবং আভাস রায়চৌধুরী ৷ এদের মধ্যে নতুন মুখ আভাস রায়চৌধুরি ৷ অর্থাৎ কেন্দ্রীয় কমিটিতে ৪ জন নতুন সদস্য তাদের নিজেদের জায়গা ছিনিয়ে নিয়েছেন ৷ নবনির্বাচিত ৯৫ জন কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে ১৫ জনই নতুন মুখ ৷
advertisement

আরও পড়ুন: সিপিএমের সাধারণ সম্পাদক হিসেবে বহাল সীতারাম ইয়েচুরিই, মাত কারাটকে

অপরদিকে, কেন্দ্রীয় কমিটি থেকে বাদ পড়লেন গৌতম দেব, মদন ঘোষ, দীপক দাশগুপ্ত ৷ সম্প্রতি, পশ্চিমবঙ্গের রাজ‍্য কমিটি থেকেও গৌতম দেব এবং মদন ঘোষকে বাদ দেওয়া হয়। পলিটব্যুরোতেও হয়েছে সামান্য রদবদল ৷ এই দলটিকেও ভারী করতে বাংলা থেকে দলে ঢুকল বেশ কিছু নতুন মুখ ৷ এরা হলেন তপন সেন এবং নীলোৎপল বসু ৷

advertisement

এর পাশাপাশি কন্ট্রোল কমিশনের চেয়ারম্যান হলেন বাসুদেব আচারিয়া ৷

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

ত্রিপুরায় গোহারা হারার পর শুধুমাত্র ত্রিপুরাতেই নিজেদের ক্ষমতা এখনও ধরে রেখেছে সিপিএম ৷ কিন্তু এখন শেষরক্ষা করতে পারে ২০১৯ সালের লোকসভা নির্বাচনই ৷ তাই সেই নির্বাচনকে লক্ষ্য করেই নিজেদের ক্ষমতা ধরে রাখতে পার্টি লাইনে বেশ কিছু পরিবর্তন আনছে দলটি ৷ আর তা স্টিয়ারিং কমিটির তরফে প্রকাশিত বিবৃতিতেই স্পষ্ট ৷ তবে, তা নিয়েও বিরোধ চরমে ৷ এ প্রসঙ্গে বৃন্দা কারাত বলেন, সিপিএম কংগ্রেসের সঙ্গে সিপিএমের ভবিষ্যত জোটের সম্ভাবনা উড়িয়ে দেন তিনি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
লক্ষ্য লোকসভা নির্বাচন ! সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে আসন জোরদার করল বাংলা