TRENDING:

পকসো আইনে নাবালিকা ধর্ষণের চূড়ান্ত সাজা মৃত্যুদণ্ডে বিশ্বাসী নয় সিপিএম, দাবি বৃন্দা কারাতের

Last Updated:

নাবালিকা ধর্ষণের চূড়ান্ত সাজা মৃত্যুদণ্ড। রবিবার থেকে দেশে বহাল হল এই নিয়ম। এদিনই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই সংক্রান্ত অর্ডিন্যান্সে সই করেন। ফলে নাবালিকা ধর্ষণে বা ১২ বছরের কম বয়সী শিশুকন্যাকে ধর্ষণের সাজা হিসেবে এখন থেকে মৃত্যুদণ্ডও অন্তর্ভুক্ত করা হয়েছে ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হায়দরাবাদ: নাবালিকা ধর্ষণের চূড়ান্ত সাজা মৃত্যুদণ্ড। রবিবার থেকে দেশে বহাল হল এই নিয়ম। এদিনই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই সংক্রান্ত অর্ডিন্যান্সে সই করেন। ফলে নাবালিকা ধর্ষণে বা ১২ বছরের কম বয়সী শিশুকন্যাকে ধর্ষণের সাজা হিসেবে এখন থেকে মৃত্যুদণ্ডও অন্তর্ভুক্ত করা হয়েছে ।
advertisement

আরও পড়ুন :  নাবালিকা ধর্ষণে চূড়ান্ত সাজা মৃত্যুদণ্ড, অর্ডিন্যান্সে সই করলেন রাষ্ট্রপতি

ভারতের কমিউনিস্ট পার্টি (মাকর্সবাদী)  তথা  সিপিএমের পল্টিব্যুরো সদস্য বৃন্দা কারাত সিপিএমের ২২ তম পার্টি কংগ্রেসে পুনরায় নির্বাচিত হয়ে এক সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেছেন সিপিএম মৃত্যুদণ্ডের বিরোধী ৷

advertisement

মৃত্যুদণ্ড কি আদৌ সমস্যার সমাধান করবে ? তাঁর মত এতে  বিশেষ কোনও লাভ হবে না ৷ আগেও ধর্ষণের দায়ে অপরাধীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ৷ কিন্তু তাতে কোনও লাভ হয়নি আখেরে ৷

আরও পড়ুন :  যাত্রীবাহী বিমানের জানলা ভেঙে আহত ৩ যাত্রী

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সঙ্গে যোগ করেছেন কেন্দ্রীয় সরকার দেশে একের পর এক মর্মাহত হওয়ার মত ঘটনার দিক থেকে মানুষের নজর ফেরাতেই এই পদক্ষেপ নিয়েছে ৷ তিনি দাবি করেছেন   দ্রুততার সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি  ৷ দেশের নারী সুরক্ষার ওপর জোর দিয়ে কেন্দ্রীয় সরকারকে তা সুনিশ্চিত করতে বলেছেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
পকসো আইনে নাবালিকা ধর্ষণের চূড়ান্ত সাজা মৃত্যুদণ্ডে বিশ্বাসী নয় সিপিএম, দাবি বৃন্দা কারাতের