অফিশিয়ালি বিয়ের কথা ঘোষণার পরই শোনা গিয়েছিল, কপোত-কপোতি অনুরোধ করেছেন, নিমন্ত্রিতরা যেন অনুষ্ঠানের কোনও ছবি না তোলেন! কাজেই, অতিথিরা কেউই এখনও পর্যন্ত অনুষ্ঠানের কোনও ছবি শেয়ার করতে পারেননি। তবে সোশ্যাল মিডিয়ায় প্রতি মুহূর্তের আপডেট মিস হচ্ছে না!
যেমন, রণবীর সিংহের স্টাইলিস্ট নিতাশা গৌরব টুইট করেন, ‘কোনও ছবি নেই। কিন্তু আজকের দিনে ওদের একসঙ্গে দেখে খুব ভাল লাগছে। আমি তো কান্না থামাতেই পারছি না। আর এই চোখের জল আনন্দের...।’
advertisement
মঙ্গলবার ইতালিতে দীপিকা- রণবীরের সঙ্গীত, ১৪ এবং ১৫ নভেম্বর বিয়ের অনুষ্ঠান। বিয়ে হবে কন্নড় এবং উত্তর ভারতীয় রীতি মেনে। শোনা যাচ্ছে, সি-প্লেনে চড়ে নাকি বিয়ে করতে যাবেন রণবীর। বরযাত্রীদের জন্য বিলাসবহুল পালতোলা নৌকোর ব্যবস্থা করা হয়েছে। ইতালি থেকে ফিরে আগামী ২৮ নভেম্বর মুম্বইতে 'গালা' রিসেপশন।
আরও পড়ুন-আমির-পুত্র রাম আর ঐশ্বর্য-কন্যা সীতা , স্টার কিডদের পারফরম্যান্সের ভিডিও ভাইরাল