আমির-পুত্র রাম আর ঐশ্বর্য-কন্যা সীতা , স্টার কিডদের পারফরম্যান্সের ভিডিও ভাইরাল
Last Updated:
#মুম্বই: তৈমুর হোক বা আব্রাম, বলিউডের তারকা সন্তানরাও যেন এখন সব সময় ক্যামেরার ফ্ল্যাশে। ‘পাপারাত্জির প্রিয় সন্তান’-ও বলা হয় তৈমুরকে। সে করিনা-পুত্রের ঘোড়ায় চড়ার ছবি হোক কিংবা সাইফের সঙ্গে ফুটবলে পা রাখা। কিন্তু, এবার তৈমুর নয়, ভাইরাল হল ঐশ্বরিয়া-কন্যা আরাধ্যা এবং আমির-পুত্র আজাদের একটি ভিডিও।
সম্প্রতি মুম্বইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে আরাধ্যা, আজাদদের অনুষ্ঠান ছিল। আর সেখানেই রাম-সীতার চরিত্রে অভিনয় করতে দেখা যায় বলিউডের তারকা সন্তানদের। স্কুলের ওই অনুষ্ঠানে রামের ভূমিকায় অভিনয় করতে দেখা যায় আমির খানের ছেলে আজাদকে এবং সীতার ভূমিকায় দেখা যায় অমিতাভ বচ্চনের নাতনি আরাধ্যাকে। ঐশ্বরিয়া এবং অভিষেকের ফ্যান ক্লাবের তরফে সেই ভিডিও প্রকাশ করার পর পরই তা ভাইরাল হয়ে যায়।
advertisement
Lil Princess #AaradhyaBachchan Playing as SITA and #AzadRaoKhan as Rama at Dusshera Assembly in their school... #AishwaryaRaiBachchan #Aamirkhan #AbhishekBachchan pic.twitter.com/CTrwIiU6vB
— AbhishekAishwaryaLuv (@AbhiAsh_IndoFc) November 11, 2018
advertisement
এদিকে সবে সবে মুক্তি পেয়েছে আমির খান এবং অমিতাভ বচ্চনের সিনেমা ‘ঠগস অফ হিন্দোস্তান’। যা দর্শক এবং সমালোচকদের প্রশংসা না পেলেও, বক্স অফিসে বেশ ভালই ব্যবসা শুরু করেছে। অন্যদিকে ‘মনমর্জিয়া’-র পর এবার ‘লাইফ ইন আ মেট্রো’-র সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন অভিষেক বচ্চন।
advertisement
Aaradhya Bachchan was doing rehearsal with school friends for Dusshera Assembly #OutstandingperfomanceGuys #Children pic.twitter.com/5xU5k3eUlV — AbhishekAishwaryaLuv (@AbhiAsh_IndoFc) November 10, 2018
Location :
First Published :
November 13, 2018 4:51 PM IST