নির্বাচনী ইস্তেহারেও কৃষিঋণ মুকুবের কথা বলেছিলেন রাহুল। সরকার গঠনের ১০ দিনের মধ্যেই এই কাজ হবে জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি।তিন রাজ্যে ঋণ মুকুব হওয়ার পর ট্যুইটারে রাহুল জানিয়েছেন প্রতিশ্রুতিপূরণ করতে পেরেছে কংগ্রেস ।
নির্বাচনের ফলঘোষণার পরেও রাহুল জানিয়েছিলেন কংগ্রেসের জয় আদতে দরিদ্র, কৃষক ও দেশের যুব সমাজের জয় । কংগ্রেসের ঋণ মুকুবের পর অসমের বিজেপি সরকারও একই পথে হেঁটেছে । গুজরাতের বিজয় রুপানি সরকারও গ্রামাঞ্চলে বৈদ্যুতিন বিল মুকুবের কথা ঘোষণা করেছেন।
advertisement
Location :
First Published :
December 19, 2018 11:11 PM IST