TRENDING:

রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি কংগ্রেসের

Last Updated:

মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্র হয়ে ওঠে সিউড়ি ৷ বিজেপি কর্মীদের লক্ষ্য করে হামলা চালান হয় বলে অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্র হয়ে ওঠে সিউড়ি ৷ বিজেপি কর্মীদের লক্ষ্য করে হামলা চালান হয় বলে অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে ৷ এই ঘটনার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার পক্ষেই সওয়াল করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি ৷
advertisement

জাতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধীর চৌধুরি জানিয়েছেন, ‘রাজ্যে এখনই রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত ৷ কারোওর গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করার কোনও অধিকার নেই ৷’

অধীর চৌধুরি রাজ্য রাজনীতির মোড় ঘোরানোর নজির গড়েছেন একাধিকবার ৷ এমনকী, পঞ্চায়েত ভোট নিয়েও তিনিই প্রথম আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷ এরপর বিজেপি কর্মী সমর্থকসহ অন্যান্য বিরোধী দল শাসকদলের বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, ভোটসন্ত্রাসের বিস্তারিত রিপোর্ট চেয়ে প্রদেশ কংগ্রেস সভাপতিকে ডেকে পাঠান রাহুল গান্ধি ৷ মনোনয়ন জমা দেওয়ার অতিরিক্ত দিনেও সুষ্ঠুভাবে মনোনয়ন জমা দিতে পারেননি বিরোধীরা ৷ এই অভিযোগ নিয়েই ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ এই সমস্ত খবর নিয়ে এবং রাজ্য জুড়ে চলা সন্ত্রাসের খবর নিয়েই বিস্তারিত রিপোর্ট নিয়েই রাহুল গান্ধির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন অধীর চৌধুরি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির দাবি কংগ্রেসের