লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে আক্রমণের ধার ততই বাড়াচ্ছেন তৃণমূলনেত্রী। রাঁচির মিশনারিজ অফ চ্যারিটির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুতে তিনি নিশানা করেন বিজেপি সরকারকে।
‘মিশনারিজ অফ চ্যারিটি’ ৷ রাঁচিতে নারীদের সুরক্ষার অন্যতম আশ্রয়স্থল ‘নির্মল হৃদয়’ ৷ যা এই ‘মিশনারিজ অফ চ্যারিটি’-র অধীনে ৷ সেই স্বেচ্ছাসেবী সংস্থার বিরুদ্ধেই উঠেছিল শিশু পাচার চক্রের অভিযোগ ৷ এই অভিযোগেই ‘নির্মল হৃদয়’-র দায়িত্বে থাকা এক সিস্টারকে গ্রেফতার করে বিজেপি শাসিত সরকারের পুলিশ ৷ এই ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার কেন্দ্রকে টুইটারে তুলোধনা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
মাদার টেরেসাকে অপমান, বিজেপির রাজনীতি নিয়ে টুইটারে বিস্ফোরক মমতা
আক্রমণের এই চড়া সুর ধরেই জাতীয় রাজনীতিতে আরও বেশি উদ্যোগী তৃণমূলনেত্রী। বৃহস্পতিবার, উত্তরকন্যা থেকেও বার বার গেরুয়া শিবিরকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পার্টি যা বলছে সরকার সেটাই বলছে ৷ মিথ্যে খবর দিচ্ছেন নেতারা ৷ বিরোধী কথা বললেই মিথ্যে মামলা দেওয়া হচ্ছে ৷
লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই চড়ছে পারদ। ততই সুর চড়াচ্ছেন তৃণমূলনেত্রীও। বিজেপি বিরোধী জোটের শক্তিটাকে আরও পোক্ত করে নিতে চাইছেন।