পূর্ব মেদিনীপুরে বাজকুলের সরকারি সভা থেকে একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের উন্নয়নের খতিয়ান পেশের পাশাপাশি দীর্ঘ সময় ব্যয় করলেন সিঙ্গুর-নন্দীগ্রাম-নেতাই সহ বাম জমানার অত্যাচারের কথা বলতে। বললেন, 'নেতাইয়ের ঘটনা ভুলে যাইনি৷ নন্দীগ্রামে ঢুকতে দিচ্ছিল না৷ চণ্ডীপুরে আমায় আটকানো হয়৷ অ্যাসিড বাল্ব নিয়ে দাঁড়িয়েছিল৷ খুনের হুমকি দেওয়া হয় আমায়৷ কোলাঘাটেও আটকানো হয়৷ গোপালকৃষ্ণ গান্ধি সতর্ক করেন৷ আমায় রাজ্যপাল মেসেজ করে সরে যাওয়ার পরামর্শ দেন৷'
advertisement
বলেন, 'বিপদ পেরিয়ে নন্দীগ্রামে ঢুকি৷ খুন করে হলদি নদীতে দেহ ফেলেছে৷ অনেকে আজও ফিরে আসেনি৷ অনেকের দেহ বস্তায় নুন দিয়ে পচানো হয়৷ খেজুরিতে কেউ যেতে পারত না৷ নন্দীগ্রামে প্রচুর মানুষ খুন হন৷ নন্দীগ্রামে কীসের সূর্যোদয়৷ সিপিএমের অত্যাচার আমরা ভুলিনি৷ মাওবাদী ও সিপিএম অত্যাচার করেছে৷'
এরপরই বাম ও বিজেপি-কে একহাত নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'সিপিএম-এর হার্মাদরা এখন বিজেপি-তে গিয়েছে৷ রাজ্যে আর হার্মাদ তৈরি হতে দেব না৷ রাজ্যে কোনও হার্মাদ জন্ম নেবে না৷ কোনও হার্মাদকে এখানে থাকতে দেব না৷'
বুলন্দশহরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'বিজেপি-র মদতে পুলিশ খুন৷ একটি মামলার তদন্ত করছিলেন বলে খুন করা হল৷ এ রাজ্যে রাবণযাত্রা করছে বিজেপি৷ হনুমানকে বলছে দলিত৷ অসমে ২৩ লক্ষ হিন্দুর উপর অত্যাটার করা হচ্ছে৷ গুজরাত, অসমে বাঙালি খেদাও চলছে৷ নাম, জাত, গোত্র নিয়ে প্রশ্ন তুলছে৷ স্বাধীনতার সময় বিজেপি কোথায় ছিল?'