TRENDING:

শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বেতন

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সুখবর ৷ বেতন বাড়ছে রাজ্যের শিক্ষকদের একাংশ ৷ সোমবার নেতাজি ইন্ডোরে আয়োজিত পার্শ্ব শিক্ষকদের রাজ্য সম্মেলনে কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পার্শ্বশিক্ষকদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ৷ তিনি নিজে এই সম্মেলনে উপস্থিত থাকতে না পারলেও অডিও বার্তায় পার্শ্বশিক্ষকদের জন্য দিলেন এক দফা সুখবর ৷
advertisement

সম্মেলনে মঞ্চেই এল সুখবর ৷ প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে বেতন বাড়ছে পার্শ্বশিক্ষকদের ৷ বর্তমানে প্রাথমিকে মাসিক ৫৯০০ টাকা বেতন পেতেন পার্শ্বশিক্ষকেরা ৷ সেই বেতন একলাফে বেড়ে হচ্ছে ১০ হাজার ৷ অন্যদিকে, উচ্চপ্রাথমিকে রাজ্যের পার্শ্বশিক্ষকদের বেতন দেওয়া হত ৮ হাজার টাকা ৷ মুখ্যমন্ত্রীর ঘোষণায় সেই বেতন বেড়ে দাঁড়াল ১৩ হাজার টাকা ৷ চলতি বছরের পয়লা মার্চ থেকেই কার্যকর হবে এই নয়া বেতন ৷ এই মুহূর্তে রাজ্যে ৪৮ হাজার পার্শ্বশিক্ষক কর্মরত ৷

advertisement

আরও পড়ুন 

সুখবর: টেট ও এসএসসি-তে এবার পার্শ্বশিক্ষকেরা পেতে পারেন বিশেষ সুবিধা, জানালেন মুখ্যমন্ত্রী

এখানেই শেষ নয়, পার্শ্বশিক্ষকদের অবসরকালীন সুযোগ সুবিধা নিয়েও বিশেষ ব্যবস্থার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পার্শ্বশিক্ষকদের অবসরকালীন সুবিধায় বিশেষ নজর দেওয়ার জন্য শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন 

advertisement

এই শিক্ষাগত যোগ্যতা থাকলে পার্শ্বশিক্ষকরাও এবার হতে পারেন স্থায়ী, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

বহুদিন ধরে বেতন বৃদ্ধি সহ একাধিক দাবি নিয়ে একাধিকবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন পার্শ্বশিক্ষককেরা ৷ অবশেষে প্রতীক্ষা শেষে এল সুখবর ৷ পার্শ্বশিক্ষকদের বেশিরভাগ দাবিতেই সিলমোহর দিয়ে বাস্তবায়নের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বেতন