মঙ্গলবার, মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সমাবেশ। এই মঞ্চ থেকেই ছাত্রনেতাদের সতর্ক করে দিলেন তৃণমূলনেত্রী। বুঝিয়ে দিলেন, কোনও লবিবাজি, তোলাবাজি চলবে না। বলেন, ‘টাকার কাছে আত্মসমর্পণ করবেন না। টাকা নিয়ে চরিত্র নষ্ট করতে নেই। টাকা মাটি, মাটি টাকা। টাকা সব নয়। ডেডিকেশনটাই সব। টাকা থাকলেই হয় না। ডেডিকেশন দরকার ৷ কাজ করতে গেলে লবি করার দরকার নেই। আপনি ভাল কাজ করলে মানুষ আপনাকে খুঁজে নেবে। তোমার কাজই তোমার পরিচয়।’
advertisement
নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছেন। সেই অভিজ্ঞতার টুকরোও ছুঁয়ে গেলেন তৃণমূলনেত্রী। বলেন,‘আমি নিজেও ছাত্র রাজনীতি করেছি ৷ ভাল কাজ করলে এমনিই চোখে পড়বেন ৷ সামনে আসতে লবি করার দরকার নেই ৷ নিজের কাজই আপনাকে সামনে আনবে ৷ সিদ্ধার্থ শংকর রায় নিজে এসে আমার সঙ্গে আলাপ করেছিলেন ৷’
আরও পড়ুন
‘হাঁস জলে সাঁতার কাটলেই বেড়ে যায় মাছেদের অক্সিজেন’, চাঞ্চল্যকর মন্তব্য বিপ্লব দেবের
কয়েক মাস আগে কলেজে ভর্তি হতে গিয়ে নাজেহাল হন উচ্চমাধমিক উত্তীর্ণ পড়ুয়া ও তাঁদের অভিভাবকরা। বারবার তোলাবাজির অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের দাদা-দিদিদের বিরুদ্ধে। বিড়ম্বনায় পড়ে রাজ্যের শাসক দল। তার জেরে জুলাই মাসে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী পদ থেকে জয়া দত্তকে সরিয়ে দিতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন টিএমসিপির অনুষ্ঠান মঞ্চে জয়া দত্ত থাকলেও তাঁর নাম একবারও করেননি তৃণমূলনেত্রী। জানিয়ে দিয়েছেন, দ্রুত দলের ছাত্র সংগঠনের নতুন কমিটি গড়া হবে।
লোকসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। যুদ্ধ এখন সোশাল নেটওয়ার্কিং সাইটেও। সেখানেও বিজেপিকে জবাব দিতে হবে বলে এ দিন দলের ছাত্রনেতাদের নির্দেশ দেন তৃণমূলনেত্রী। বলেন,‘ওরা মিথ্যে প্রচার করে ৷ ফেসবুক, ট্যুইটারে তোমরা এমন জবাব দেবে যেন ল্যাজ গুটিয়ে পালিয়ে যায় ৷’
আরও পড়ুন
মোবাইলে দ্রুত টাইপ করতে পারেন? তবে রাজ্য সরকারের এই চাকরিতে আজই করুন আবেদন
একদিকে ভুল-ত্রুটি সংশোধনের জন্য ছাত্র সংগঠনকে সতর্কবার্তা। পাশাপাশি, বিজেপির বিরুদ্ধে কোমর বেঁধে ঝাঁপানোর জন্য ভোকাল টনিক। তৃণমূল ছাত্র পরিষদের অনুষ্ঠান মঞ্চ থেকে দু’রকম দাওয়াই-ই দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।