‘হাঁস জলে সাঁতার কাটলেই বেড়ে যায় মাছেদের অক্সিজেন’, চাঞ্চল্যকর মন্তব্য বিপ্লব দেবের

Last Updated:

হাঁসের এক অভাবনীয় বৈশিষ্ট্যের কথা শোনা গেল বিজেপি মুখ্যমন্ত্রীর মুখে

 #আগরতলা: ফের চাঞ্চল্যকর মন্তব্য করে আলোড়ন ফেললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ হাঁসের এক অভাবনীয় বৈশিষ্ট্যের কথা শোনা গেল বিজেপি মুখ্যমন্ত্রীর মুখে ৷ হাঁস নাকি সাঁতার কেটে বাড়িয়ে তোলে জলের অক্সিজেনের মাত্রা ৷
মঙ্গলবার রুদ্রসাগরে এদিন ত্রিপুরার বিখ্যাত নৌকা প্রতিযোগিতার উদ্বোধন মঞ্চে বক্তব্য পেশ করতে গিয়েই হাঁসের উপকারিতা সম্বন্ধে বলতে শুরু করেন বিপ্লব দেব ৷ গ্রামীণ অর্থনীতির উন্নতির লক্ষ্যে গ্রামবাসীদের হাঁস প্রতিপালনের পরামর্শ দেন তিনি ৷ বলেন, পুকুর, ডোবার পাশে বাস করেন যেসব মৎস্যজীবীরা তাদের ৫০ হাজার হাঁসের ছানা বিলোনোর পরিকল্পনা করছে ত্রিপুরা সরকার ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
ব্যবহার করেন নাকি SBI-এর এই কার্ড? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর
মুখ্যমন্ত্রী দেব আরও বলেন, ‘হাঁস পালন করলে শুধু অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে তাই নয়, হাঁস প্রকৃতিতে অক্সিজেনের মাত্রা বাড়াতেও সাহায্য করেন ৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী এব্যাপারে যুক্তি দিয়ে বলেন, ‘হাঁস জলে সাঁতার কাটতে নামলে আপনাআপনিই জলের অক্সিজেন মাত্রা বেড়ে যায় ৷ হাঁস অক্সিজেনকে পুনর্ব্যবহারের যোগ্য করে তোলে ৷ হাঁস যে জলে সাঁতার কাটে সেখানে মাছেরা অনেক বেশি অক্সিজেন পায় ৷ একইসঙ্গে হাঁসের মল খাবার যোগায় জলের প্রাণীদের ৷ এতে সম্পূর্ণ অরগ্যানিক বা প্রাকৃতিক উপায়ে মাছের বৃদ্ধি হবে আরও দ্রুত ৷’
advertisement
আরও পড়ুন 
মোবাইলে দ্রুত টাইপ করতে পারেন? তবে রাজ্য সরকারের এই চাকরিতে আজই করুন আবেদন
বিপ্লব দেবের এমন মন্তব্যে ফের সোশ্যাল মিডিয়ায় উঠেছে ট্রোলের ঝড় ৷ তবে এমন ঘটনা প্রথম নয়, এর আগেও মহাভারতের যুগে ইন্টারনেটের অস্তিত্বের দাবি তুলেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷ তার সেই মন্তব্যেও ছড়িয়েছিল ব্যাপক চাঞ্চল্য ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
‘হাঁস জলে সাঁতার কাটলেই বেড়ে যায় মাছেদের অক্সিজেন’, চাঞ্চল্যকর মন্তব্য বিপ্লব দেবের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement