‘হাঁস জলে সাঁতার কাটলেই বেড়ে যায় মাছেদের অক্সিজেন’, চাঞ্চল্যকর মন্তব্য বিপ্লব দেবের
Last Updated:
হাঁসের এক অভাবনীয় বৈশিষ্ট্যের কথা শোনা গেল বিজেপি মুখ্যমন্ত্রীর মুখে
#আগরতলা: ফের চাঞ্চল্যকর মন্তব্য করে আলোড়ন ফেললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ৷ হাঁসের এক অভাবনীয় বৈশিষ্ট্যের কথা শোনা গেল বিজেপি মুখ্যমন্ত্রীর মুখে ৷ হাঁস নাকি সাঁতার কেটে বাড়িয়ে তোলে জলের অক্সিজেনের মাত্রা ৷
মঙ্গলবার রুদ্রসাগরে এদিন ত্রিপুরার বিখ্যাত নৌকা প্রতিযোগিতার উদ্বোধন মঞ্চে বক্তব্য পেশ করতে গিয়েই হাঁসের উপকারিতা সম্বন্ধে বলতে শুরু করেন বিপ্লব দেব ৷ গ্রামীণ অর্থনীতির উন্নতির লক্ষ্যে গ্রামবাসীদের হাঁস প্রতিপালনের পরামর্শ দেন তিনি ৷ বলেন, পুকুর, ডোবার পাশে বাস করেন যেসব মৎস্যজীবীরা তাদের ৫০ হাজার হাঁসের ছানা বিলোনোর পরিকল্পনা করছে ত্রিপুরা সরকার ৷
advertisement
আরও পড়ুন
advertisement
ব্যবহার করেন নাকি SBI-এর এই কার্ড? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর
মুখ্যমন্ত্রী দেব আরও বলেন, ‘হাঁস পালন করলে শুধু অর্থনৈতিকভাবে লাভবান হওয়া যাবে তাই নয়, হাঁস প্রকৃতিতে অক্সিজেনের মাত্রা বাড়াতেও সাহায্য করেন ৷ ত্রিপুরার মুখ্যমন্ত্রী এব্যাপারে যুক্তি দিয়ে বলেন, ‘হাঁস জলে সাঁতার কাটতে নামলে আপনাআপনিই জলের অক্সিজেন মাত্রা বেড়ে যায় ৷ হাঁস অক্সিজেনকে পুনর্ব্যবহারের যোগ্য করে তোলে ৷ হাঁস যে জলে সাঁতার কাটে সেখানে মাছেরা অনেক বেশি অক্সিজেন পায় ৷ একইসঙ্গে হাঁসের মল খাবার যোগায় জলের প্রাণীদের ৷ এতে সম্পূর্ণ অরগ্যানিক বা প্রাকৃতিক উপায়ে মাছের বৃদ্ধি হবে আরও দ্রুত ৷’
advertisement
আরও পড়ুন
মোবাইলে দ্রুত টাইপ করতে পারেন? তবে রাজ্য সরকারের এই চাকরিতে আজই করুন আবেদন
বিপ্লব দেবের এমন মন্তব্যে ফের সোশ্যাল মিডিয়ায় উঠেছে ট্রোলের ঝড় ৷ তবে এমন ঘটনা প্রথম নয়, এর আগেও মহাভারতের যুগে ইন্টারনেটের অস্তিত্বের দাবি তুলেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ৷ তার সেই মন্তব্যেও ছড়িয়েছিল ব্যাপক চাঞ্চল্য ৷
advertisement
Location :
First Published :
August 28, 2018 3:28 PM IST