TRENDING:

swiggy-এর খাবারে রক্তমাখা ব্যান্ডেজ !

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: খিদেতে পেটে ইঁদুরের দৌঁড় ৷ পকেট থেকে ফোন বার করে ফুড অ্যাপে খাবার দিলেন অর্ডার ৷ খাবার হাতে আসতেই পিলে গেল চমকে ! বাক্স খুলতেই, খাবারের ওপর শোভা পাচ্ছেন রক্তমাখা ব্যান্ডেজ ৷ সম্প্রতি ঠিক এরকমটিই ঘটল চেন্নাইয়ের এক ব্যক্তির সঙ্গে ৷
advertisement

একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, চেন্নাইয়ের সিলাউর অঞ্চলের এক বাসিন্দা এলাকার একটি রেস্তোরাঁ থেকে সুইগির মাধ্যমে খাবার অর্ডার করেন ৷ তিনি অর্ডার করেছিলেন নুডলস ৷ আর সেই নুডলসের ভিতর থেকে বেরিয়ে আসা একটি রক্তমাখা ব্যান্ডেজ ৷ গোটা ঘটনায় একেবারে চমকে ওঠেন ব্যক্তি ৷ ব্যান্ডেজ থেকে এমনকী বমিও শুরু করেন ব্যক্তি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এই মেলায় ‘বউ’ পছন্দ হলেই পাকা কথা! দূরে যেতে হবে না, হাতের কাছই বড় সুযোগ
আরও দেখুন

ব্যক্তির কথা অনুযায়ী, সুইগিরকে ফোন করে অভিযোগ জানাতে গেলে, সুইগির তরফ থেকে কোনও অভিযোগ জমা নেওয়া হয় না ৷ গোটা কাণ্ডটি তিনি লিখেছেন ফেসবুকে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
swiggy-এর খাবারে রক্তমাখা ব্যান্ডেজ !