TRENDING:

চিংড়ি মাছে ব্যবহার হচ্ছে কেমিক্যাল রং

Last Updated:

দমদমে চিংড়ির গুদামে হানা। পচা চিংড়ি রাখার অভিযোগে নয়াপট্টিতে গুদামে হানা পুরসভার চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দমদমে চিংড়ির গুদামে হানা। পচা চিংড়ি রাখার অভিযোগে নয়াপট্টিতে গুদামে হানা পুরসভার চেয়ারম্যান ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের। চিংড়ি মাছে রং ব্যবহার হচ্ছিল। রং ব্যবহারের সময় হাতেনাতে পাকড়াও। চিংড়ির নমুনা সংগ্রহ করেছেন পুর আধিকারিকরা।
advertisement

পাশাপাশি এদিন দমদমে একটি নামী রেস্তোরাঁতে হানা

দিয়ে উদ্ধার করা হয়েছে প্রচুর পচা খাবার ৷ রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন ৷

অভিযান চলাকালীন পুর আধিকারিকদের সামনেই খাবারের মান নিয়ে ক্ষোভপ্রকাশ ত্রেতার। রেস্তোরাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে পুরসভা।

আরও পড়ুন: এবার ভাগাড়ে বসবে সিসিটিভি, নির্দেশ নবান্নের

এর আগে ভাগাড়কাণ্ডের জেরে কাটা মুরগির মাংস বিক্রি উপর নিষেধাজ্ঞা জারি করেছে পুরসভা ৷  বরফ দিয়ে বা রেফ্রিজারেটরেও কাটা মাংস সংরক্ষণ করা যাবে না। নিষেধাজ্ঞা জারি করে পুরসভা। নিউমার্কেট, গড়িয়াহাট, পার্ক সার্কাস, এন্টালির মতে পুরসভার ৪৬ বাজারে জারি হচ্ছে এই নিষেধাজ্ঞা। ধরা পড়লে লাইসেন্স বাতিলের মতো কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।  বিক্রেতাদের ক্রেতার সামনেই মুরগি কাটার পরামর্শ দিচ্ছে পুরসভা। একইসঙ্গে ক্রেতাদেরও সচেতন হতে বলা হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

আরও পড়ুন: ভাগাড় কারবারের জেরে ৪৬টি বাজারে কাটা মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি

বাংলা খবর/ খবর/কলকাতা/
চিংড়ি মাছে ব্যবহার হচ্ছে কেমিক্যাল রং